হনিমুনে গিয়ে গৌরবের ইচ্ছেপূরণ! বিশেষ জায়গায় নিয়ে গেলেন দেবলীনাকে

এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত গৌরব। দেবলীনার হাতেও রয়েছে ছবির কাজ।

হনিমুনে গিয়ে গৌরবের ইচ্ছেপূরণ! বিশেষ জায়গায় নিয়ে গেলেন দেবলীনাকে
নবদম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 2:14 PM

দিন কয়েক আগেই নতুন জার্নি শুরু করেছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina Kumar)। মিস্টার অ্যান্ড মিসেসের নতুন পরিচয় তৈরি হয়েছে। সমস্ত অনুষ্ঠান শেষে নিজেদের মতো করে কিছুটা সময় কাটাতে দার্জিলিংয়ে গিয়েছেন দম্পতি। আর সেখানেই হল এতদিনের ইচ্ছেপূরণ!

দার্জিলিংয়ে সেন্ট পলস স্কুলে পড়াশোনা করেছেন গৌরব। আলাপ হওয়ার পর থেকেই দেবলীনাকে নিজের স্কুল দেখাতে চেয়েছিলেন অভিনেতা।নিজের ছোটবেলা ছুঁয়ে দেখা নস্টালজিয়ার ওম দিতে চেয়েছিলেন স্ত্রীকেও। অবশেষে সেই ইচ্ছেপূরণ।

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তানি মুনি হাজির আড্ডায়

হনিমুনে দার্জিলিংয়ে গিয়ে দেবলীনাকে নিজের স্কুল দেখালেন গৌরব। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘আমরা যখন থেকে ডেট করতে শুরু করেছি, তখন থেকেই ও আমাকে এই জায়গাটা দেখাতে চাইত। অবশেষে গতকাল সেই ইচ্ছেপূরণ হল।’

গত ৯ ডিসেম্বর বৈদিক মতে বিয়ে হয় গৌরব-দেবলীনার। চৌধুরী ভিলায় বসেছিল গৌরব-দেবলীনার বিয়ের আসর। অতিমারির পরিস্থিতি না হলে বিয়েতে প্রচুর অতিথি সমাগম হত। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে নিমন্ত্রিতের তালিকা ছিল সীমিত। মূলত পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের সাক্ষী রেখে বিয়ে করেন এই জুটি। এরপর খ্রিষ্টান মতেও বিয়ে হয়েছে তাঁদের। সঙ্গীত, মেহেন্দি, রিসেপশন মিলিয়ে দীর্ঘ অনুষ্ঠান, হইহুল্লোড়ে মেতেছিলেন নবদম্পতি। অতিমারির আবহেও আয়োজনে কোনও ত্রুটি করেননি দুই পরিবারের সদস্যরা। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা প্রতিটি অনুষ্ঠানেই পাশে ছিলেন। এছাড়াও টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা পিসি চন্দ্র গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

আরও পড়ুন, বাংলা ছবির প্রচারের ধারা বদলকে কীভাবে দেখেন নেপথ্যের কারিগররা?

এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত গৌরব। দেবলীনার হাতেও রয়েছে ছবির কাজ। ফলে শুটিং নিয়ে ব্যস্ততা চরমে। দার্জিলিংয়ের ছোট্ট ছুটি কাটিয়ে ফের কাজে ফিরবেন তাঁরা।