এই অভিনেত্রীর কারণেই কি দূরত্ব বাড়ছে ঐশ্বর্য-অভিষেকের? নেটিজ়েনদের সেটাই অনুমান…
Aishwarya-Abhishek Divorce Rumours: আম্বানি পরিবারের বৈভবপূর্ণ বিয়ের চেয়েও একটি বিষয় নিয়ে বেশি চর্চা হয়েছে। নেটিজ়েনদের একটা বড় অংশ এর জন্য দায়ী করেছেন এক অভিনেত্রীকে। তাঁর কারণেই নাকি বচ্চনদের ফ্রেম থেকে বাদ পড়েছেন ঐশ্বর্য-আরাধ্যা। জানেন তিনি কে?
অভিষেক-ঐশ্বর্যর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন রটেছে। তাঁরা নাকি ডিভোর্সের পথে হাঁটছেন। এমনটা অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। কিন্তু এই নিয়ে ঐশ্বর্য এবং বচ্চন পরিবার থেকে কোনও কথাই শোনা যাচ্ছে না। মুখে কুলুপ এঁটেছেন সকলে। সম্প্রতি আম্বানিদের বিয়েতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে গুঞ্জন আরও কিছুটা জোড়ালো হয়েছে। প্রতিবারের মতো বচ্চন পরিবারের সঙ্গে বিয়েবাড়িতে একসঙ্গে ঢুকতে দেখা যায়নি ঐশ্বর্যকে। তাঁকে এবং কন্যা আরাধ্যাকে আলাদাভাবে বিয়েবাড়িতে প্রবেশ করতে দেখা যায়। আলোকচিত্রীদের সামনে আলাদা পোজ় দিতেও দেখা যায়। বচ্চনদের ফ্রেম থেকে কেন বাদ ঐশ্বর্য-আরাধ্যা, তা নিয়ে এ ক’দিনে কম জল ঘোলা হয়নি। আম্বানি পরিবারের বৈভবপূর্ণ বিয়ের চেয়েও এই বিষয়টি নিয়ে বেশি চর্চা হয়েছে। নেটিজ়েনদের একটা বড় অংশ এর জন্য দায়ী করেছেন এক অভিনেত্রীকে। তাঁর কারণেই নাকি বচ্চনদের ফ্রেম থেকে বাদ পড়েছেন ঐশ্বর্য-আরাধ্যা। জানেন তিনি কে?
তিনি আর কেউ নন, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা। রেখার কারণেই নাকি বচ্চনদের থেকে আলাদা হয়ে বিয়েবাড়িতে ঢুকেছেন ঐশ্বর্য-আরাধ্যা। তাঁদের রেখার সঙ্গে অনেকক্ষণ গল্প করতে দেখা যায়। একসঙ্গে ছবিও তুলেছেন তাঁরা। আরাধ্যার সঙ্গেও রেখার সান্নিধ্য লেন্স এড়ায়নি পাপারাৎজ়িদের। সবটা ধরা পড়েছে দূর থেকেও। তারপর থেকেই ফিসফিস নেটপাড়ায়।
কে না জানেন, রেখার সঙ্গে অমিতাভের পরিবারের টানাপোড়েনের কথা। সুপারস্টারকে মন থেকে কতখানি ভালবাসেন রেখা, তা তিনি একাধিক সাক্ষাৎকারে খুল্লামখুল্লা বলেওছেন। ‘সিলসিলা’ ছবিতে অভিনয় করার পর অমিতাভ-রেখার পরকীয়া সম্পর্ক নিয়ে গুঞ্জন আজও আলোচনার হট টপিক। সেই জন্য একে-অপরের সঙ্গে নাকি পরবর্তী সময় দূরত্ব তৈরি করেছিলেন অমিতাভ-রেখা। সেই রেখার সঙ্গেই ঐশ্বর্যর সুসম্পর্ক বহুদিনের। তা ভালভাবে মানতে চায়নি ঐশ্বর্যর শ্বশুরবাড়ির লোকজন। ফলে নেটিজ়েনদের কেউ-কেউ মনে করছেন, রেখার কারণেই হয়তো ঐশ্বর্যর সঙ্গে দূরত্ব তৈরি করছেন বচ্চনরা।
কত কী যে রটে, সত্যি কতটা বটে, সেটাই আলোচ্য!