Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাস্টিং কাউচের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন এষা

‘কাহি হ্যায় মেরা প্যায়ার’-এ এষার অভিনয় দেখেছেন দর্শক। এষা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বলিউডের জার্নি একেবারেই সহজ ছিল না।

কাস্টিং কাউচের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন এষা
এষা আগরওয়াল।
Follow Us:
| Updated on: May 02, 2021 | 3:35 PM

কাস্টিং কাউচ (casting couch)। সিনে ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত শব্দ। বহু শিল্পী নিজেদের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এ বার সেই তালিকায় যোগ হল এষা আগরওয়ালের নাম। নিজের ভয়ঙ্কর কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করলেন এষা।

‘কাহি হ্যায় মেরা প্যায়ার’-এ এষার অভিনয় দেখেছেন দর্শক। এষা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বলিউডের জার্নি একেবারেই সহজ ছিল না। ছোট শহর লাতুর থেকে মুম্বই গিয়ে কেরিয়ার তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জ ছিল তাঁর। এমনকি বাবা-মায়ের কাছেও নিজেকে প্রমাণ করতে হয়েছিল।

আরও পড়ুন, বিয়ের পর ফের টেলিভিশনের ফিরছেন মিমি, কোন ধারাবাহিকে জানেন?

এষা জানিয়েছেন, মুম্বইয়ের একেবারে শুরুর দিকে এক পরিচিত কাস্টিং ডিরেক্টর নিজের অফিসে তাঁকে ডেকেছিলেন। এষা বোনকে নিয়ে দেখা করতে গিয়েছিলেন। ওই কাস্টিং ডিরেক্টর দাবি করেছিলেন, তিনি অনেক বড় তারকাকে বিভিন্ন প্রজেক্টে কাস্ট করেন। এষার কথায়, “হঠাৎই উনি আমাকে পোশাক খুলতে বলেন। ওই কাস্টিং ডিরেক্টরের যুক্তি ছিল, কোনও চরিত্রের জন্য পোশাক খোলার প্রয়োজন হলে আমাকে কাস্ট করা যাবে কি না, তা তিনি দেখতে চান। তখনই ওই অফার বাতিল করে আমি ওঁর অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। এর পরও ওই কাস্টিং ডিরেক্টর আমাকে মেসেজ করতে থাকলে আমি ওঁকে ব্লক করে দিতে বাধ্য হই।”

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ করেন এষা। তবে নতুন যাঁরা কাজ করতে আসছেন, তাঁদের জন্য অভিনেত্রীর পরামর্শ, এই ধরনের ঘটনা ঘটলে চুপ করে না থেকে প্রতিবাদ করতেই হবে। তবেই এই ধরনের ঘটনা আটকানো সম্ভব।