Varun Dhawan: নায়কের চুমুতেই ‘স্বপ্নপূরণ’ বিদেশিনী সুপারমডেলের, বরুণের পর এবার অকপট জিজি

Varun Dhawan controversy: বরুণ ধাওয়ানের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। প্রকাশ্যে তাঁর গালে চুম্বন করে বসেন বরুণ। আর সেইখান থেকেই বিতর্কের সূত্রপাত।

Varun Dhawan: নায়কের চুমুতেই 'স্বপ্নপূরণ' বিদেশিনী সুপারমডেলের, বরুণের পর এবার অকপট জিজি
নায়কের চুমুতেই 'স্বপ্নপূরণ' বিদেশিনী সুপারমডেলের, বরুণের পর এবার অকপট জিজি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 4:45 PM

মুকেশ (Mukesh Ambani) ও নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রের (The Nita Mukesh Ambani Cultural Centre or NMACC) উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গত শুক্র ও শনিবার মুম্বইয়ে বসেছিল দেশ-বিদেশের স্টার-সুপারস্টার-মেগাস্টারদের মহা সমারোহ। শাহরুখ খান (Shahrukh Khan) থেকে শুরু করে রণবীর কাপুর, করণ জোহর থেকে আলিয়া ভাট হাজির ছিলেন সকলেই। শুধু তাই-ই নয়, এই গালা নাইটে অংশ নেন জেন জ়েড প্রজন্মের ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড, তাঁর বান্ধবী জেন্ডায়া, পেনেলোপে ক্রুজ, এমা চেম্বারলেন,আমেরিকান মডেল ও অভিনেত্রী জিজি হাদিদ (Gigi Hadid)-সহ অনেকেই। বরুণ ধাওয়ানের (Barun Dhawan) সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল জিজিকে। মঞ্চে নাচ করছিলেন বরুণ। আচমকাই সেখানে প্রবেশ করেন মডেল-অভিনেত্রী। জিজিকে কোলে তুলে নেওয়ার পর প্রকাশ্যে তাঁর গালে চুম্বন করে বসেন বরুণ। আর সেইখান থেকেই বিতর্কের সূত্রপাত। ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না-হতেই নেটিজ়েনদের একাংশ এই চুম্বনকে ‘অপ্রীতিকর’ বলে দাগিয়ে দেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন। পরিস্থিতি ‘অন্যরকম’ আঁচ করতে পেরে টুইট করে মন্তব্যকারীদের জবাব দেন বরুণ। তবে জিজির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়ায় তৈরি হয়েছিল ধন্দ।

অবশেষে নীরবতা ভাঙলেন জিজি। বরুণের সঙ্গে শনিবারের অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। ক্য়াপশনে লেখেন, “বরুণ আমার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন।” আর এই এক লাইনেই সব জল্পনায় জল ঢেলে দিলেন সুপারমডেল। তাঁর কথায় কার্যত স্পষ্ট যে, বরুণের সঙ্গে তাঁর ভিডিয়ো ঘিরে নেটপাড়ায় যে শোরগোল পড়েছিল, তা একেবারেই ভিত্তিহীন। উল্টে  তিনি যে এহেন অকস্মাৎ বলিউডি চুম্বনে আপ্লুত, তা একপ্রকার স্পষ্ট সুপারমডেলের কথাতেই। শুধু তাই নয়, সম্প্রতি ইনস্টাগ্রামে বরুণকে ফলো করতে শুরু করেছেন জিজি। কী টুইট করেছিলেন ‘অক্টোবর’ ছবির নায়ক বরুণ? টুইটবার্তায় পুরো বিষয়টি তুলে ধরে বরুণ বলেছিলেন, জিজির মঞ্চের দিকে আসা থেকে শুরু করে তাঁর গালে চুম্বন… সবটাই ছিল পরিকল্পিত। অর্থাৎ সোজা বাংলায় ছক-কষা ছিল সবই। এ বিষয়ে যাবতীয় সব সন্দেহ দূর করার চেষ্টা করেছিলেন পরিচালক ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ান। তবুও তাঁকে যেন ধাওয়া করে আসে একের পর এক মন্তব্য়।

শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃতিক, কাজল, করিনা-সহ একাধিক বলিউড তারকা। নাচ, গান, ফ্যাশান শো-এ জমে উঠেছিল বান্দ্রার কুরলা কমপ্লেক্স। জিজিকে দেখা গিয়েছিল ভারতীয় সাজে। ঘটি হাতা ব্লাউজের সঙ্গে শাড়ি। সকলের নজর কেড়েছিলেন বিদেশিনী। কেউ-কেউ আবার নিতান্ত মজা করে মন্তব্য করে বসেন, জিজির সৌন্দর্য দেখেই নাকি আর নিজেকে আটকাতে পারেননি বরুণ। তাই দর্শকাসনে তাঁর ‘হোম মিনিস্টার’ নাতাশা দালাল বসে থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটিয়ে বসেন নিউ-এজ ‘কুলি নম্বর ওয়ান’।