রাম নয়, রাবণ হয়ে দীপিকা ‘হরণ’ করবেন হৃতিক
প্রি-প্রোডাকশনের কাজ অবশ্য শুরু হয়ে গিয়েছে। এও শোনা যাচ্ছে দীপিকা নিজেও মধুর সঙ্গে ছবি প্রযোজনার দায়িত্ব নেবেন।
প্রযোজক মধু মান্টেনার রামায়ণ ট্রিলজি নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছিল, ছবির বাজেট ছাড়িয়ে যেতে পারে তিনশো কোটি! ট্রিলজির প্রথমাংশ শুট করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি। জল্পনা ছড়িয়েছিল হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন, ‘রাম’-‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন।
তবে সূত্রের খবর, রাম নয় হৃতিকের ‘রাবণ’ চরিত্র বেশি পছন্দ হয়েছে। এবং সে কারণে এই চরিত্র করবার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আরও জানা যাচ্ছে, হৃতিক এমন কোনও চরিত্র খুঁজছিলেন যা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং হবে। ‘রাম’ চরিত্রে অভিনয় করা সহজ হত কিন্তু ছবি নির্মাতা এবং অভিনেতার মনে হয়েছে নেগেটিভ চরিত্রে অভিনয় করাটা অন্যরকম হবে। হৃতিক সবসময় চেয়েছেন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে।”
View this post on Instagram
শোনা যাচ্ছে, ছবির জন্য ‘রাম’-এর খোঁজ চলছে, তবে ‘সীতা’ যে দীপিকা হচ্ছেন, তা নিশ্চিত। কাস্টিংয়ের বিষয়ে প্রযোজক মধু মান্টেনা মুখ খোলেননি।
View this post on Instagram
আলাদা-আলাদা ভাবে গোটা ছবির শুটিং চলবে। প্রি-প্রোডাকশনের কাজ অবশ্য শুরু হয়ে গিয়েছে। এও শোনা যাচ্ছে দীপিকা নিজেও মধুর সঙ্গে ছবি প্রযোজনার দায়িত্ব নেবেন। মধু এই পৌরাণিক কাহিনির সংস্করণটি নির্ভুল রাখার জন্য রিসার্চারদের নিযুক্ত করেছেন। সরকারিভাবে ছবি নিয়ে কোনও ঘোষণা অবশ্য হয়নি।
সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে হৃতিক এবং দীপিকাকে একসঙ্গে দেখা যাবে।