ইতিহাস সৃষ্টি করেছিল সঞ্জল লীলা ভন্সালীর ছবি 'হাম দিল দে চুকে সনম'। অবশেষে ২২ বছর পূর্ণ করল বলিউডে অন্যতম হিটের তালিকায় জায়গা করে নেওয়া এই ছবি। এক ঝলকে দেখে নেওয়া যাক, ওই সিনেমারই কিছু না দেখা ছবি...ওই প্রতিটি ছবি যেন গল্প বলে, ওই প্রতিটি ছবি যেন গল্প বলে, ফিরিয়ে নিয়ে যায় ভন্সালীর ওই সিনেমার সেটে।
খোশমেজাজে পরিচালক, অন্যদিকে স্ক্রিপ্টে মনোনিবেশ নায়িকার। রয়েছেন ভাইজানও। আরও কিছু অচেনা মুখ। যারা অচেনা হয়েই রয়ে গেলেন আজীবন...
শট বোঝাচ্ছিলেন কি ভন্সালী? নাকি নেহাতই মজার মুডে ওঁরা দু'জন? এ দিন ২২ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন অজয় দেবগণ, সলমনরা।
অজয় তো লিখেই ফেলেছেন, ছবিটি হিট হবে তা তিনি জানতেন তবে যে ইতিহাস সৃষ্টি করবে তা ছিল তাঁর অজানাই... শটের ফাঁকে ঐশ্বর্যা এবং সঞ্জয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে চলছে গভীর আলোচনা। শট বোঝাচ্ছেন পরিচালক?
হাম দিল দে চুকে সনম কি মৈত্রেয়ী দেবীর 'ন হন্যতে'র অনুকরণে? এ নিয়ে চর্চা হয়েছিল সে সময়। যদিও পরিচালক সে ব্যাপারে চুপ ছিলেন বরাবরই।
ছবিতে সলমন ছিলেন ঐশ্বর্যার প্রেমিক। অফস্ক্রিনও তখন তাঁদের চুটিয়ে চলছে রোম্যান্স। যদিও ক্লাইক্যাক্সে 'স্বামী' অজয়েরই হাত ধরেছিলেন ঐশ্বর্যা।
২২ বছর পার, ঐশ্বর্যা এবং সলমনের অন্সক্রিন-অফস্ক্রিন প্রেমও এখন অতীত। তবু ২২ বছর পরেও 'হাম দিলে দে চুকে সনম' ছবির স্মৃতি দর্শক মনে অমলীন।