নেহা, হিমেশ, বিশাল দাদলানি…ইন্ডিয়ান আইডলের বিচারকদের পুরনো ছবি দেখলে চমকে যাবেন!

দীর্ঘ পথ অতিক্রম করে আজ তাঁরা জীবনে সফল। গ্ল্যামার আর খ্যাতির মোড়কে চোখে ঝলসে দেওয়া জীবন তাঁদের। কিন্তু কেরিয়ারের শুরুতে কেমন ছিলেন তাঁরা? কেমন ছিলেন ছোটবেলায়। দেখে নিন ছবিতে...

| Edited By: | Updated on: Jun 17, 2021 | 2:16 PM
সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন গায়িকা নেহা কক্কর। অন্যদিকে হিমেশ রেশামিয়ার জার্নিও খুব সহজ ছিল না। দীর্ঘ পথ অতিক্রম করে আজ তাঁরা জীবনে সফল। গ্ল্যামার আর খ্যাতির মোড়কে চোখে ঝলসে দেওয়া জীবন তাঁদের। কিন্তু কেরিয়ারের শুরুতে কেমন ছিলেন তাঁরা? কেমন ছিলেন ছোটবেলায়। দেখে নিন ছবিতে...

সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন গায়িকা নেহা কক্কর। অন্যদিকে হিমেশ রেশামিয়ার জার্নিও খুব সহজ ছিল না। দীর্ঘ পথ অতিক্রম করে আজ তাঁরা জীবনে সফল। গ্ল্যামার আর খ্যাতির মোড়কে চোখে ঝলসে দেওয়া জীবন তাঁদের। কিন্তু কেরিয়ারের শুরুতে কেমন ছিলেন তাঁরা? কেমন ছিলেন ছোটবেলায়। দেখে নিন ছবিতে...

1 / 6
অনু মালিক- ইন্ডিয়ান আইডলের মঞ্চে সবচেয়ে করা বিচারক তিনি। প্রতিযোগীদের বাদ দিতে ইমোশন তাঁর কাজ করে না-- এমন কথাই প্রচলিত  সঙ্গীতজগতে। বলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি।

অনু মালিক- ইন্ডিয়ান আইডলের মঞ্চে সবচেয়ে করা বিচারক তিনি। প্রতিযোগীদের বাদ দিতে ইমোশন তাঁর কাজ করে না-- এমন কথাই প্রচলিত সঙ্গীতজগতে। বলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি।

2 / 6
হিমেশ রেশমিয়া- তাঁর গায়কী নিয়ে ইণ্ডাস্ট্রিতে একসময় প্রচুর সমালোচনা হয়েছিল। যদিও সেই সব সমালোচনাকে হাতিয়ার করেই আজও ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন তিনি, সাফল্যের সঙ্গেই। দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন ওই রিয়ালিটি শো'র বিচারকের পদও। এক ছবিতে হিমেশ এবং অলকা ইয়াগ্নিককে যেন চেনাই দায়!

হিমেশ রেশমিয়া- তাঁর গায়কী নিয়ে ইণ্ডাস্ট্রিতে একসময় প্রচুর সমালোচনা হয়েছিল। যদিও সেই সব সমালোচনাকে হাতিয়ার করেই আজও ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন তিনি, সাফল্যের সঙ্গেই। দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন ওই রিয়ালিটি শো'র বিচারকের পদও। এক ছবিতে হিমেশ এবং অলকা ইয়াগ্নিককে যেন চেনাই দায়!

3 / 6
আদিত্য নারায়ণ- তাঁর গায়ে যদিও স্টারকিড তকমা। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে উঠেছেন তিনি। ছোট থেকেই আদিত্য চাইতেন গায়ক হবেন তিনি। যদিও এখন গায়কের পাশাপাশি তিনি সঞ্চালকও।

আদিত্য নারায়ণ- তাঁর গায়ে যদিও স্টারকিড তকমা। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়ে উঠেছেন তিনি। ছোট থেকেই আদিত্য চাইতেন গায়ক হবেন তিনি। যদিও এখন গায়কের পাশাপাশি তিনি সঞ্চালকও।

4 / 6
নেহা কক্কর- ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত তিনি। আদরের নাম নেহু। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নেহার জীবন সংগ্রামের কাহিনী হার মানায় বলিউডকেও। যে ইণ্ডিয়ান আইডলে একসময় তিনি প্রতিযোগী হিসেবে এসেছিলেন আজ সেই মঞ্চেই তিনি বিচারকের ভূমিকায় আসীন।

নেহা কক্কর- ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত তিনি। আদরের নাম নেহু। একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নেহার জীবন সংগ্রামের কাহিনী হার মানায় বলিউডকেও। যে ইণ্ডিয়ান আইডলে একসময় তিনি প্রতিযোগী হিসেবে এসেছিলেন আজ সেই মঞ্চেই তিনি বিচারকের ভূমিকায় আসীন।

5 / 6
বিশাল দাদলানি- তিনি একাধারে সঙ্গীত পরিচালক এবং গায়ক। তাঁর এবং শেখরের জুটি অন্যতম সফল মিউজিক কম্পোজার জুটি হিসেবে বিবেচিত হয়। তবে আজ তিনি যে জায়াগায় তা একদিনে হয়নি। নিন্দুকেরা মজা করে বলে, কঠোর পরিশ্রমেই নাকি বিশালের একদা কাঁথার মতো কেশরাশি আজ বিলুপ্ত!

বিশাল দাদলানি- তিনি একাধারে সঙ্গীত পরিচালক এবং গায়ক। তাঁর এবং শেখরের জুটি অন্যতম সফল মিউজিক কম্পোজার জুটি হিসেবে বিবেচিত হয়। তবে আজ তিনি যে জায়াগায় তা একদিনে হয়নি। নিন্দুকেরা মজা করে বলে, কঠোর পরিশ্রমেই নাকি বিশালের একদা কাঁথার মতো কেশরাশি আজ বিলুপ্ত!

6 / 6
Follow Us: