Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দয়া করে আসবেন না’, কার্ড পাঠিয়ে বিয়েতে না আসার অনুরোধ করেছিলেন ঐশ্বর্য-অভিষেক!

অভিষেক ঐশ্বর্যের বিয়ের আসর বলে কথা। একের পর এক সেলেবদের মধ্যে ঝড়ে গতিতে ছড়িয়ে পড়েছিল সেই খবর। কিন্তু পরিবার থেকে ছিল অন্য কোনও পরিকল্পনা। কফি উইথ করণে এসে বিয়ে নিয়ে একগুচ্ছ খবর ফাঁস করেছিলেন খোদ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য, অভিষেকের কথায় একই সঙ্গে সকলকে খুশি করা সম্ভবপর কখনই নয়।

'দয়া করে আসবেন না', কার্ড পাঠিয়ে বিয়েতে না আসার অনুরোধ করেছিলেন ঐশ্বর্য-অভিষেক!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 9:45 PM

অভিষেক ঐশ্বর্যের বিয়ের আসর বলে কথা। একের পর এক সেলেবদের মধ্যে ঝড়ে গতিতে ছড়িয়ে পড়েছিল সেই খবর। কিন্তু পরিবার থেকে ছিল অন্য কোনও পরিকল্পনা। কফি উইথ করণে এসে বিয়ে নিয়ে একগুচ্ছ খবর ফাঁস করেছিলেন খোদ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য, অভিষেকের কথায় একই সঙ্গে সকলকে খুশি করা সম্ভবপর কখনই নয়। তাই অনেকেই ছিলেন, যাঁরা হয়তো বিষয়টা ভাল চোখে দেখেননি, কিন্তু কোথাও গিয়ে যেন তা নিয়ে কোনও আক্ষেপই নেই এই জুটির মনে। কারণ, সেই সময় ঐশ্বর্যের পরিবারে চলছিল এক সমস্যা। সেই কারণে পরিবারের তরফ থেকে বড় করে বিয়ে দেওয়ার কোনও ইচ্ছেই ছিল না। তাও কার্ড পাঠিয়ে সকলের থেকে আশীর্বাদ চাওয়া হয়েছিল। যদিও শত্রুঘ্ন সিনহা সেই কার্ড ফিরিয়ে দিয়েছিলেন।

মুখ ফিরিয়েছিলেন পরিচালক রাম গোপাল বর্মাও। বিয়েতে উপস্থিত থেকেও তাঁর চোখে মুখে স্পষ্ট ছিল বিরক্তিভাব। তা নিয়ে পরবর্তীতে করণ জোহারও কমেন্ট করতে ছাড়েননি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই সাক্ষাৎকার। তবে ঐশ্বর্য ও অভিষেকের রাজকীয় বিয়ে নিয়ে যে একাধিক খবর ও জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনাই হয়তো ঠিক হতে চলেছে। অনেক দিন কেটে গেল এখন নাকি আলাদা থাকছেন ঐশ্বর্য় এবং অভিষেক। একসঙ্গে ১৬ বছর সংসার করেছেন তাঁরা। তার পর হঠাত্‍ কী এমন ঘটল? শোনা যাচ্ছে, অভিষেক নাকি অন্য নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই খবর প্রকাশ্যে আসার পরেই নাকি সংসার ছেড়েছেন ঐশ্বর্য।