Bangladesh Flood: ‘গর্তে থাকা অমানুষেরা বের হচ্ছে’, বন্যায় সাহায্যের হাত বাড়াতেই কটাক্ষে জয়া

Jaya Ahsan: দেশ যখন ছাত্র আন্দোলনে জ্বলছিল, তখন কোথায় ছিলেন? প্রশ্নের মুখ পড়তে হচ্ছে তাঁদের। সম্প্রতি বন্যায় হেল্প লাইন নম্বর শেয়ার করে কটাক্ষের মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী, এবার জয়া আহসান।

Bangladesh Flood: 'গর্তে থাকা অমানুষেরা বের হচ্ছে', বন্যায় সাহায্যের হাত বাড়াতেই কটাক্ষে জয়া
Follow Us:
| Updated on: Aug 24, 2024 | 11:53 AM

বাংলাদেশ বন্যায় ভয়াবহ পরিস্থিতি। বহু এলাকা বর্তমানে জলের তলায়। হারাচ্ছে প্রাণ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেলিব্রিটিরাও এগিয়ে আসছেন। তবে তাতেই যেন বিপত্তি। দেশ যখন ছাত্র আন্দোলনে জ্বলছিল, তখন কোথায় ছিলেন? প্রশ্নের মুখ পড়তে হচ্ছে তাঁদের। সম্প্রতি বন্যায় হেল্প লাইন নম্বর শেয়ার করে কটাক্ষের মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী, এবার জয়া আহসান।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘কোনও পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারি হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম, রিবিল্ড, রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত, আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে।’

আর এই পোস্ট দেখেই বেজায় চটল নেটপাড়া। কেউ লিখলেন, ‘বন্যাকে ঢাল বানিয়ে দীর্ঘদিন গর্তে থাকা অমানুষেরা বের হচ্ছে, কুমিরের কান্না শুরু!’ কেউ আবার লিখলেন- ‘নাটক কম করো’।