আজ অর্থাৎ শনিবার কপিল এবং গিন্নির বিবাহবার্ষিকী। কিন্তু কাজের বিরাম নেই। তাই ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করার পরিবর্তে কপিল পোস্ট করেছেন তাঁর নিজের ছবি। চোখে রোদচশমা, গায়ে নীল জ্যাকেট...ক্যাপশনে স্ত্রীকে ট্যাগ করে কপিল লিখেছেন, "সরি বেবি। অ্যানিভারসরির দিনেও কাজ করতে হচ্ছে। গিফ্ট দিতে গেলে কামাতে তো হবেই।"