ইলিশ, চিংড়ি… মধুবনীর বেবি শাওয়ারের মেনুতে আর কী কী ছিল?
করোনার কারণেই বেবি শাওয়ারে বন্ধু এবং আত্মীয়দের আমন্ত্রণ জানাতে পারেননি বলে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে হবু মায়ের স্বাস্থ্য সতর্কতা সবার আগে বিবেচ্য। সে কারণেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন মধুবনী।
লাল শাড়ি। লাল টিপ। সোনার গয়নায় সেজেছেন অভিনেত্রী (Actress) মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। টেবিলে সাজানো রয়েছে তাঁর পছন্দের মেনু। শাঁখ বাজিয়ে তাঁর মুখে পায়েস তুলে দিচ্ছেন শাশুড়ি। আর কয়েক দিন পরেই ঘরে আসছে নতুন অতিথি। তার আগমনের আগে ন’মাসের সন্তানসম্ভবা মধুবনীকে এভাবেই সাধ খাওয়ালেন তাঁর শাশুড়ি। এক কথায় সেলিব্রেট হল নায়িকার বেবি শাওয়ার।
সোশ্যাল মিডিয়ায় জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন মধুবনী। তিনি লিখেছেন, ‘আমার ন’মাসের সাধ হল। আমার মামণির হাতের পায়েসের কোনও জবাব হবে না। দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম। এই রকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কি না, আমার সন্দেহ আছে…।’
মেনুতে ছিল তোপসে ফ্রাই, গলদা চিংড়ির মতো মধুবনীর পছন্দের পদ। তাঁর স্বামী রাজা গোস্বামী শুটিংয়ে ব্যস্ত থাকায় দুপুরে বাড়িতে মূল অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন না। করোনার কারণেই বেবি শাওয়ারে বন্ধু এবং আত্মীয়দের আমন্ত্রণ জানাতে পারেননি বলে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে হবু মায়ের স্বাস্থ্য সতর্কতা সবার আগে বিবেচ্য। সে কারণেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন মধুবনী।
View this post on Instagram
মধুবনী আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “২০২০ বছরটা আমাদের সকলের কাছে নেগেটিভ বছর। আমি আর রাজা ভেবেছিলাম, এই নেগেটিভিটিটাকে পজিটিভিটিটে নিয়ে যাব কী করে। আমদের মনে হয়েছিল, নেগেটিভিটিটাকে পজিটিভিতে টার্ন ওভার করার এটাই সেরা সময়। কাজেরও তেমন প্রেশার নেই। লকডাউনে কারও কাজ ছিল না। দু’জনেই সুন্দর করে সময় দিতে পারব। যে যার মতো সিরিয়ালে কাজ করলেও আমরা একসঙ্গে যাত্রা করি। সেটা খুব সময়সাপেক্ষ। এই সময়টা কাজ না থাকায় নিজেকে অনেক বেশি সময় দিতে পারব। আমি ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। ৪-৫ বছরের মধ্যে প্ল্যান করব ভেবেছিলাম। ভগবানের আশীর্বাদে আমার জন্মমাস অগস্টেই খবরটা পেয়েছি।”
View this post on Instagram
‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। সন্তানের জন্মের পর ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।
আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা