ফায়ার অ্যালার্ম অ্যালার্ট দিলেন মৌনির বয়ফ্রেন্ড! কিন্তু কেন?

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মৌনি। সে কারণে সূরজের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি।

ফায়ার অ্যালার্ম অ্যালার্ট দিলেন মৌনির বয়ফ্রেন্ড! কিন্তু কেন?
মৌনি রায়, ইনসেটে সূরজ নামবিয়ার।
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 1:17 PM

সূরজ নামবিয়ার। পেশায় দুবাইয়ের ব্যাঙ্কার। কিন্তু বলি (bollywood) অভিনেত্রী (Actress) মৌনি রায়ের (Mouni Roy) সৌজন্যে লাইমলাইটে। মৌনির সঙ্গে সূরজের প্রেমের সম্পর্কের গুঞ্জন রয়েছে বলি ইন্ডাস্ট্রিতে। তাঁরা হয়তো বিয়েও করবেন খুব তাড়াতাড়ি। কিন্তু এই জুটির সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিল মৌনির একটি ছবিতে সূরজের করা একটি কমেন্ট!

সদ্য মুক্তি পেয়েছে ‘পাতলি কোমরিয়া’ গানটি। সেখানে পারফর্ম করেছেন মৌনি। সেই গানের অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সূরজ। সেখানে তিনি লিখেছেন, ‘কেউ ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিন।’ নায়িকার উষ্ণ পারফরম্যান্স যে সূরজের ভাল লেগেছে, তার স্পষ্ট প্রকাশ রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মৌনি। সে কারণে সূরজের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত মুখ খোলেননি তিনি। সম্প্রতি দুই পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে। মৌনির প্রিয় বন্ধু মন্দিরা বেদীর মুম্বইয়ের বাংলোতে নাকি মৌনি এবং সূরজের পরিবারের মধ্যে কথাবার্তা হয়েছে। সূত্রের খবর, সূরজের পরিবারের সঙ্গে মৌনির খুব ভাল সম্পর্ক। সে কারণেই হয়তো এবার তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেবেন।

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)

দিন কয়েক আগে প্রকাশ্যে সূরজের বাবা-মা কে মৌনির ‘ড্যাড’ এবং ‘মম’ বলে সম্বোধন, অথবা সূরজের দুবাইয়ের অ্যাপার্টমেন্টে মৌনির বাস্কেটবল খেলা এই সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি করেছিল। মৌনির ছবিতে সূরজের এ হেন কমেন্ট সেই সম্ভবনা আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা