50 Years of Mammootty : সিনেমার জগতে ৫০ বছর কাটিয়ে ফেললেন মালয়ালাম কিংবদন্তী অভিনেতা মাম্মুট্টী

মাম্মুট্টী তিনবার (১৯৮৯,১৯৯৩,১৯৯৯) সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন। ৫ বার কেরালা পুরস্কার এবং ১১ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৮ সালে, তিনি শিল্পকলার প্রতি তার অসাধারন অবদানসমূহের জন্য পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।

50 Years of Mammootty : সিনেমার জগতে ৫০ বছর কাটিয়ে ফেললেন মালয়ালাম কিংবদন্তী অভিনেতা মাম্মুট্টী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2021 | 8:29 AM

মালয়ালাম সুপারস্টার মাম্মুট্টী সিনেমা জগতে তাঁর ৫০তম বছর কাটিয়ে ফেললেন গত শুক্রবার। বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবার পরিজনের তরফ থেকে সোশ্যাল মিডিয়া বানভাসি অভিনন্দনে।

এরকমই একটি উদাহরণ হল মোহনলালের অভিনন্দন বার্তা। মোহনলাল মালয়ালাম ইন্ডাস্ট্রির আরেকটি সুপরিচিত নাম। মোহনলাল আর মাম্মুট্টী একসাথে প্রায় ৫৫ টি ছবিতে কাজ করেছেন। দুজনেই ইন্ডাস্ট্রির অহঙ্কারের ভাগিদার। মোহনলালের দেওয়া ছবিতে তিনি মাম্মুট্টীকে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছেন। ছবির অন্তরাল তাঁদের সম্পর্কের গভীরতা স্পষ্ট করে তুলছে।

আবার, মাম্মুট্টীর ছেলে, দাল্কের সালমান (Dulquer Salmaan) বাবাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। দাল্কের সালমানও মালয়ালাম ইন্ডাস্ট্রির একটি সুপরিচিত নাম এবং ইউথ আইকনও বটে। দাল্কের বেশ কিছুটা আবেগতাড়িত হয়েই বলেন, ‘প্রতিদিন আমি এই মানুষটাকে সেলুলয়েডের বাইরে যে দেখতে পাই, ছুঁতে পাই, এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি একটা বই লিখে ফেলতে পাড়ি আমাদের জীবনে তোমার অবদান ঠিক কতটা সেটা বঝাতে।’

View this post on Instagram

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

দাল্কের আরও যোগ করেন যে মাম্মুট্টী কতটা ভালোবাসেন সিনেমাকে। সিনেমার জন্য তাঁর আত্মত্যাগের কথাও উল্লেখ করেন তিনি। বলেন,’সিনেমার ওনাকে যতটা না দরকার, তার চেয়েও বেশি ওনার দরকার সিনেমাকে।’

এছাড়াও পৃথ্বীরাজ, সুকুমারান, নাভিন পলি প্রমুখরাও মাম্মুট্টীর এই স্মরণীয় দিনে নিজেদের অভিনন্দন জানিয়েছেন। মাম্মুট্টী তিনবার (১৯৮৯,১৯৯৩,১৯৯৯) সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন। ৫ বার কেরালা পুরস্কার এবং ১১ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৯৮ সালে, তিনি শিল্পকলার প্রতি তার অসাধারন অবদানসমূহের জন্য পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।