Tollywood Gossip: সাজানো ঘটনা! ‘প্রেমিক’ প্রযোজকের উস্কানিতেই মিথ্যে অভিযোগ নায়িকার?

Gossip: টলিপাড়ার অন্দরে নতুন চর্চা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এক স্বনামধন্য পরিচালক। তাঁর নামে একগুচ্ছ অভিযোগ এনেছেন এক নবীন অভিনেত্রী। মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। এমনটাই শোনা যাচ্ছে। তবে টলিউডের অন্দরের একাংশ বলছে বিষয়টার অনেকটাই সাজানো। শোনা যাচ্ছে, নায়িকা নাকি সম্পর্কে জড়িয়েছেন সিরিয়াল পাড়ার এক প্রথম সারির প্রযোজকের সঙ্গে।

Tollywood Gossip: সাজানো ঘটনা! 'প্রেমিক' প্রযোজকের উস্কানিতেই মিথ্যে অভিযোগ নায়িকার?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2024 | 10:02 PM

টলিপাড়ার অন্দরে নতুন চর্চা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এক স্বনামধন্য পরিচালক। তাঁর নামে একগুচ্ছ অভিযোগ এনেছেন এক নবীন অভিনেত্রী। মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। এমনটাই শোনা যাচ্ছে। তবে টলিউডের অন্দরের একাংশ বলছে বিষয়টার অনেকটাই সাজানো। শোনা যাচ্ছে, নায়িকা নাকি সম্পর্কে জড়িয়েছেন সিরিয়াল পাড়ার এক প্রথম সারির প্রযোজকের সঙ্গে। তাঁর উস্কানিতেই নাকি নায়িকা সটান দ্বারস্থ হন মহিলা কমিশনের।

যদিও নাম প্রকাশ করতে একে বারেই রাজি নন তিনি। খবর, টলিপাড়ার দুই প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সেই নায়িকার। তবুও শিকে ছেঁড়েনি। একটি ছবি করেই আটকে গিয়েছেন তিনি। সিরিয়ালে তাও মাঝে মাঝে দেখা গেলেও আর মুখ্য চরিত্রের সুযোগ এখনও অধরা। শোনা যাচ্ছে, প্রযোজকের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি তাঁকে সাহস জুগিয়েছিল পরিচালকের বিরুদ্ধে অভিযোগ জানাতে। তাঁর অভিযোগ, চিত্রনাট্য পড়তে পড়তে অভিনেত্রীর ঠোঁটে চুমু খান পরিচালক। যদিও এই মর্মে তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু শোনা যাচ্ছে সেই মুহূর্তে শুটিং সেটে পরিচালকের এই কাজের বিরোধিতা করেননি তিনি। ফলে ইন্ডাস্ট্রির অন্দরে শুরু হয়েছে আরও বেশি ফিসফাস।

উল্লেখ্য, এই প্রথম নয় সেই পরিটালকের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। এমনকি এক অভিনেত্রী প্রকাশ্যে তাঁর সঙ্গে হওয়া আচরণ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। যদিও পরিচালকের কোনও ভয় ডর নেই। তাঁকে এ বিষয়ে কোনও দিনই প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি। তাই ইন্ডাস্ট্রির অন্দর বলছে টলিপাড়ার একাংশ নাকি হাত ধুয়ে পড়েছেন তাঁর পিছনে। তাই সবাই চান যে প্রকাশ্যে আসুক পরিচালকের নাম। এই আলোচনার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।