Akshay Kumar: ‘কারও বাপের দম ছিল না…’, বিস্ফোরক অক্ষয়, খুললেন অনেকের আসল রূপ!
Akshay Kumar: বিস্ফোরক অক্ষয় কুমার। 'প্যাডমান' ও 'টয়লেট এক প্রেম কথা'র মতো ছবি বানানোর কারণে যে সব মানুষ তাঁর বিরুদ্ধে সমালোচনা করেছিলেন, প্যাড হাতে ধরার জন্য যারা মুখ লুকিয়েছিলেন এক অনুষ্ঠানে খুলে দিলেন তাঁদের স্বরূপ। এখানেই শেষ নয়, মেজাজ হারিয়ে টেনে আনলেন 'বাবা' প্রসঙ্গও।
বিস্ফোরক অক্ষয় কুমার। ‘প্যাডমান’ ও ‘টয়লেট এক প্রেম কথা’র মতো ছবি বানানোর কারণে যে সব মানুষ তাঁর বিরুদ্ধে সমালোচনা করেছিলেন, প্যাড হাতে ধরার জন্য যারা মুখ লুকিয়েছিলেন এক অনুষ্ঠানে খুলে দিলেন তাঁদের স্বরূপ। এখানেই শেষ নয়, মেজাজ হারিয়ে টেনে আনলেন ‘বাবা’ প্রসঙ্গও।
অক্ষয়ের কথায়, “যখন আমি ‘টয়লেট এক প্রেম কথা তৈরি করেছিলাম সবাই চমকে গিয়েছিল। আমায় অনেকেই বলেছিল, ‘মাথা কি গেছে নাকি? টয়লেট নিয়ে কে ছবি বানায়?’ আমি একটা কথাই বলতে চাই সে সব মানুষকে কাউকে নিরুৎসাহ করবেন না। আমায় সাহস দিন। যে সব ছবি তৈরি করেছি, সেগুলো আর কিছু না হোক আমাদের সন্তানদের দেখাতে পারব। আমাদের সমাজ উন্নত হতে পারবে।” ‘প্যাডম্যান’ ছবির ক্ষেত্রেও অনুরূপ ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
তিনি বলেন, “স্যানিটারি প্যাড নিয়ে একটা ছবি করেছিলাম। কারও বাপের দম ছিল না যে স্যানিটারি প্যাড নিয়ে ছবি তৈরি করবে। মানুষ প্যাড ধরার সাহস পেত না।” এ হেন ঘটনার সাক্ষী থেকেছিলেন অক্ষয় নিজেও। একবার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি, সেখানে আমন্ত্রিত ছিলেন প্রধান অতিথি হিসেবে। অভিনেতা জানিয়েছেন, হঠাৎই আয়োজকদের মধ্যে থেকে একজন সেখানে হাজির হন। অক্ষয়কে প্যাড হাতে নিয়ে দাঁড়াতে বারণ করেন। কেন? তাঁর যুক্তি ছিল, ‘ভাল লাগে না’। কিন্তু অক্ষয় তা করেননি। অভিনয় করেছেন এমন সব ছবিতে যা কিছুটা হলেও ছকভাঙা। প্রসঙ্গত, আজ অর্থাৎ শনিবার থেকেই তাঁর ছবি ‘ওএমজি ২’ দেখা যাবে ওটিটিতে। গত ৬ অক্টোবর তাঁর ছবি ‘মিশন রানিগঞ্জ’ মুক্তি পেয়েছে বড় পর্দায়।