Shefali Shah: ‘আমি ভয় পেয়েছিলাম, কেউ সাহায্য করেনি’, রাস্তার মাঝে হেনস্তার শিকার শেফালি

Shefali Shah: শেফালি জানান, প্রতিটা মা যেভাবে তাঁর সন্তানদের বড় করে থাকেন, ঠিক তেমনই তিনিও তাঁর সন্তানদের প্রতি যত্নশীল। তবে তিনি ব্যক্তিজীবনে কি কখনও কোনও হেনস্তার শিকার হয়েছেন? প্রশ্নের উত্তরে শেফালি বললেন, আর পাঁচটা মেয়ের মতো আমিও হয়েছি। পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছি।

Shefali Shah: 'আমি ভয় পেয়েছিলাম, কেউ সাহায্য করেনি', রাস্তার মাঝে হেনস্তার শিকার শেফালি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 10:30 PM

অভিনেত্রী শেফালি শাহ, দুই সন্তানের মা। কাজের পাশাপাশি সংসারও করছেন বেশ গুছিয়ে। প্রতিটা পদে পদে তিনি নিজের বিষয় যেমন সচেতন থাকেন, তেমনই সন্তানদেরও উপদেশ দিয়ে থাকেন এই মর্মে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালিকে বলতে শোনা গেল তিনি তাঁর সন্তানদের প্রতিটা পদে পদে কোন উপদেশ দিয়ে থাকেন? তাঁর কথায়, প্রতিটা মা যেভাবে তাঁর সন্তানদের বড় করে থাকেন, ঠিক তেমনই তিনিও তাঁর সন্তানদের প্রতি যত্নশীল। তবে তিনি ব্যক্তিজীবনে কি কখনও কোনও হেনস্তার শিকার হয়েছেন? প্রশ্নের উত্তরে শেফালি বললেন, আর পাঁচটা মেয়ের মতো আমিও হয়েছি। পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেছি।

ঠিক কী ঘটেছিল?

শেফালির কথায়, আমার মনে হয় আমাদের মধ্যে অধিকাংশই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমার মনে আছে, আমি যখন সত্যি খুব ছোট, আমি বাজারে গিয়েছিলাম। স্কুল থেকে ফেরার পথে ঘটে এই ঘটনা। আমি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আর আমি তখন কিছুই করতে পারছিলাম না। আমি তখ সত্যি খুব ছোট ছিলাম, ভয়ও পেয়ে গিয়েছিলাম। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়ায়নি। আমি বলতে চাইছি, সেটা তো জনবহুল জায়গা ছিল, কিন্তু সেটা কি সত্যি কোনও যুক্তি হতে পারে? আমার মনে হয় প্রতিটা মহিলা কোথাও না কোথাও গিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

তবে সন্তান মানুষের ক্ষেত্রে এক বড় কথা বললেন শেফালি, তাঁর কথায়, ‘মেয়েরা তখনই সুরক্ষিত হবে, যখন এক পুত্র সন্তানকে সঠিক শিক্ষার বড় করে তোলা হবে। আমি সেই চেষ্টাই করি।’ শেফালি নিজে সকলের উদ্দেশেই এই বার্তা দেন। তিনি মনে করেন প্রতিটা মা-ই তাঁর পুত্রসন্তানকে এভাবে যত্নে বড় করে তোলেন। যাতে আশেপাশে থাকা প্রতিটা মেয়ে সুরক্ষিতভাবে বেড়ে উঠতে পারে।