Shehnaaz Gill: ‘আমায় একটা সুযোগ দিন’, ঝুঁকি নেওয়ার আর্জি শেহনাজ়ের
Shehnaaz Gill: সলমন খানের হাত ধরে চলতি বছরে তিনি বলিউডে পা রেখেছেন 'কিসি কি ভাই কিসি কি জান' ছবির মাধ্যমে। তবে এটা সবে শুরু। শেহনাজ় গিল নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সলমন খানের একটি ছবিতে অভিনয় করেছেন বলেই যে তাঁর কেরিয়ার তৈরি হয়ে গিয়েছে, এমনটা নয়।
শেহনাজ় গিল, ২০১৯ বিগ বস রিয়্যালিটি শো থেকে যাঁর বিনোদন জগতে সফর শুরু। একের পর এক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন কখনও ব্যক্তিজীবনের টানাপোড়েনের জন্য, কখনও আবার নিজেকে আমুল বদলে ফেলে সকলকে তাক লাগিয়েছেন তিনি। সলমন খানের হাত ধরে চলতি বছরে তিনি বলিউডে পা রেখেছেন কিসি কিভাই কিসি কি জান ছবির মাধ্যমে। তবে এটা সবে শুরু। শেহনাজ় গিল নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সলমন খানের একটি ছবিতে অভিনয় করেছেন বলেই যে তাঁর কেরিয়ার তৈরি হয়ে গিয়েছে, এমনটা নয়। তিনি বলেছিলেন, ”আমার এখন টিকে থাকতে হবে। আর তার জন্য একের পর এক কাজ পেতে হবে। সেই লড়াইটা সব থেকে বড় চ্যালেঞ্জেরে।”
এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ের আর্জি জানালেন তিনি। শেহনাজের কথায়, ”তিনি একই ধরনের চরিত্র পাচ্ছেন। এর বাইরে তাঁকে নিয়ে কেনও কোনও চরিত্র ভাবছেন না? তিনি প্রশ্ন তুললেন, একটি বইকে তার কভার দিয়ে বিচার করো না। এটাকে যত্ন নিয়ে পড়তে হবে। সবাই আমাকে একটা নির্দিষ্ট পথেই ভাবছেন। আমার মনে হয়, তাঁরা আমাকে আমি যেমন, তেমনই পর্দায় দেখাতে চাইছেন। কিন্তু আমি কেবল এই এক ধরনের চরিত্রে অভিনয় করতে পারব না। যেমন সম্প্রতি আমি একটি চিত্রনাট্য পড়লাম। যেখানে আমাকে দেখান হচ্ছে একজন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন মেয়ে। এটাই তো সত্যি। আমি এই ধারণাটাই ভাঙতে চাই। আমি পর্দায় অন্যস্বাদের চরিত্রে অভিনয় করতে চাই। আমি চাই ছবি নির্মাতারা আমায় নিয়ে খানিকটা ঝুঁকি নিক। আমি ওয়ার্কশপ করতে চাই, আমি আমার দক্ষতা বিশ্বাস রাখি। আমায় একটা সুযোগ দেওয়া হক নিজেকে প্রমাণ করার জন্য। ”