অ্যাঞ্জেলিনা জোলির ভারতীয় ভক্তদের জন্য সুখবর, ওটিটিতে দেখা যাবে ‘দোজ হু…’
বিদেশে মুক্তি পেয়েছে আগেই।সিনেমা হল এবং এইচবিওর নতুন ওটিটি প্ল্যাটফর্ম এই দুই জায়গাতেই দেখা যাচ্ছিল, কিন্তু ভারতীয় ভক্তদের শিকে ছিঁড়ছিল না কিছুতেই।
আপনি যদি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির ভক্ত হয়ে থাকেন তবে আপনার জন্য সুখবর। অবশেষে ভারতে মুক্তি পেতে চলেছে ওই হলিউড স্টার অভিনীত ছবি ‘দোজ হু উইশ মি ডেড’। এই মাসেরই ১০ তারিখ থেকে বুক মাই শো’য়ে স্ট্রিম করবে ছবিটি।
বিদেশে মুক্তি পেয়েছে আগেই।সিনেমা হল এবং এইচবিওর নতুন ওটিটি প্ল্যাটফর্ম এই দুই জায়গাতেই দেখা যাচ্ছিল, কিন্তু ভারতীয় ভক্তদের শিকে ছিঁড়ছিল না কিছুতেই। অবশেষে অভিনেত্রীর এই খবরে খুশি তাঁর ভারতীয় ভক্তরা।
আদপে অ্যাকশন থ্রিলার এই ছবিতে এক স্মোকজাম্পারের চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা। স্মোকজাম্পার হলেন বনভূমিতে আগুন লাগলে নেভান যারা। ছবিটির পরিচালনায় টেলর শেরিডন। এর আগে শেরিডনের লেখা ‘হেল ওর হাই ওয়াটার’ অস্কারের জন্যও মনোনয়ন পেয়েছি।
আরও পড়ুন- ‘পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই…’, নুসরতের মা হওয়ার খবরে মুখ খুললেন তসলিমা
বিদেশে এই ছবি সমালোচক মহলে ভালই প্রশংসা কুড়িয়েছে। এ দেশে কী হয় এখন সেটাই দেখার…