Sushmita Sen Romance: রহমান শোলই কি সুস্মিতার সোলমেট! মিস ইউনিভার্স কি তবে থিতু হলেন এই সম্পর্কেই?

Sushmita Sen-Rohman Shawl: অতীতে বহু প্রেম করেছেন সুস্মিতা। কাউকেই বিয়ে করেননি। তিনি সিঙ্গেল মাদার। মিস ইউনিভার্স হওয়ার পরই দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। তাঁদের নিয়েই সুস্মিতার দুনিয়া। সুস্মিতার জীবনে পুরুষরা এসেছেন এবং গিয়েছেন। কারও সামনে কখনও মাথা নত করেননি মিস ইউনিভার্স। আপোস করেননি। তবে রহমান শোলের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বারবারই নজর কেড়েছে।

Sushmita Sen Romance: রহমান শোলই কি সুস্মিতার সোলমেট! মিস ইউনিভার্স কি তবে থিতু হলেন এই সম্পর্কেই?
সুস্মিতা সেন এবং রহমান শল।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 1:49 PM

দেখে মনে হয় চিরবন্ধু, চিরসঙ্গী পেয়ে গিয়েছেন সুস্মিতা সেন। যে প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল বছর দুই আগেই, সেই প্রেমিকের হাত ধরে মুম্বইয়ের এক দীপাবলির পার্টিতে হাজির হলেন মিস ইউনিভার্স। ২০২১ সালে রহমান শোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল সুস্মিতার। আইপিএলের প্রাক্তন চেয়ারপার্সন ললিত মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সেই সময় তোলপাড় হয়। হঠাৎই একদিন সন্ধ্যাবেলায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা জাহির করেছিলেন ললিত। প্রথম পোস্টে বলেছিলেন তিনি এবং সুস্মিতা বিয়ে করেছেন। পরের পোস্টটিতে ভুল সংশোধন করেছেন এবং লিখেছেন তাঁরা প্রেম করছেন, বিয়েও করবেন। যদিও সেই বিষয়ে কখনওই জোরালো কিছু শুনতে পাওয়া যায়নি সুস্মিতার থেকে। তারপর ললিতের সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা ধামাচাপাও পড়ে যায়। ফের উঠে আসে রহমানের নাম।

যখন ললিতের সঙ্গে সুস্মিতার প্রেম পর্ব নিয়ে টানটান আলোচনা চলছে, সে সময় দৃশ্যে চলে আসেন রহমান। ললিত নয়, নানা জায়গায় রহমানের সঙ্গেই দেখা যায় সুস্মিতাকে। তারপর কীভাবে যেন প্রেমের দৃশ্য থেকে উধাও হয়ে যান ললিত।

এবার ফির দীপাবলির পার্টিতে হাজির হলেন সুস্মিতা। সঙ্গে দোসর রহমান। পাশাপাশি হাঁটা নয়, সুস্মিতাকে রীতিমতো আগলে পার্টিতে নিয়ে এলেন তিনি। নেট মহলে ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে সুস্মিতার অনুরাগীরা বললেন, “একেই বলে ‘আসল কাপলট।” তাহলে কি রহমানেই থিতু হলেন সুস্মিতা?

অতীতে বহু প্রেম করেছেন সুস্মিতা। কাউকেই বিয়ে করেননি। তিনি সিঙ্গেল মাদার। মিস ইউনিভার্স হওয়ার পরই দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। তাঁদের নিয়েই সুস্মিতার দুনিয়া। সুস্মিতার জীবনে পুরুষরা এসেছেন এবং গিয়েছেন। কারও সামনে কখনও মাথা নত করেননি মিস ইউনিভার্স। আপোস করেননি। তবে রহমান শোলের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বারবারই নজর কেড়েছে। কিছুদিন আগে হৃদযন্ত্রে স্টেইন বসেছিল সুস্মিতার। ‘আরিয়া’ ওয়েব সিরিজ়ের প্রত্যেকটি সিজ়নে দাপিয়ে অভিনয় করছেন। ট্রান্সজেন্ডার মহিলাদের নিয়ে তৈরি ‘তালি’তেও সুস্মিতা হাততালি পেয়েছেন দর্শকের।