Vidya-Karan: বিদ্যা যাচ্ছেন করণের চ্যাট শোতে, কেন ভাবছেন ভক্তরা ভিডিয়ো দেখলেই বোঝা যাবে
Vidya-Karan: অভিনেত্রী প্রায়শই তাঁর ইনস্টাগ্রামে নানা মজাদার ছবি দিয়ে তাঁর ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। এবার তিনি একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে, যা বেশ রহস্যময়!
বিদ্যা বালনের সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। অভিনেত্রী প্রায়শই তাঁর ইনস্টাগ্রামে নানা মজাদার ছবি দিয়ে তাঁর ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। এবার তিনি একটি নতুন ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে, যা বেশ রহস্যময়! কেন এমন বলা হচ্ছে? কারণ তাঁর পোস্ট দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে যে তিনি কি কফি উইথ করণ সিজন ৭-এ আসতে চলেছেন? কী রয়েছে সেই পোস্টে? বিদ্যাকে তাঁর পোস্টে একটি লাল রঙের কোটের সঙ্গে আরামদায়ক লাল রঙের প্যান্ট পরতে দেখা গিয়েছে। কী বলছেন তিনি সেই ভিডিয়োতে? বালনকে বলতে শোনা যায়, “ধরুন আপনি যদি কোথাও গসিপ করতে যাচ্ছেন, অন্তত নিশ্চিত করুন যে আপনি খুব ভাল পোশাক পরেছেন। আপনি একই সঙ্গে বাজে দেখতে এবং বাজে কথা বলতে পারবেন না।”
View this post on Instagram
ব্যস, এই কথা শুনেই ভক্তরা অনুমান করতে শুরু করেছেন বিদ্যা সম্ভবত যাচ্ছে করণ জোহরের শোতে। কারণ তিনি যেভাবে সেজেছেন, তাতে অনেকটা করণের মতো রঙিন দেখতে লাগছে। আর করণের শোতে কী ধরনের গসিপ হয়, তা এতদিনে সকলেরই জানা। এবার সময় বলবে তাঁর এই ভিডিয়ো ঠিক কী উদ্দেশ্যে তিনি পোস্ট করেছেন। সত্যি তিনি করণের শোয়ের অংশ হচ্ছেন কি না তা জানতে আগ্রহী ভক্তরা।
বিদ্যাকে শেষ দেখা গিয়েছিল শেফালি শাহর সঙ্গে ‘জলসা’ ছবিতে। তাঁকে শীঘ্রই ‘নিয়াত’ এবং শীর্ষা গুহ ঠাকুরতা পরিচালিত আরেকটি শিরোনামহীন সিনেমায় দেখা যাবে।