Suhana-Agastya: ‘দ্য আর্চিজ়’ ছবির দৌলতেই কি অমিতাভের নাতির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন শাহরুখের কন্যা?
The Archies: নিন্দুকেরা আবার এটাও মনে করছেন, 'দ্য আর্চিজ়'কে আরও জনপ্রিয় করে তোলার জন্য এই 'গিমিক' হচ্ছে সম্পর্ককে কেন্দ্র করে।
গত রবিবার (২৫ ডিসেম্বর) ছিল কাপুরদের বাড়িতে বড়দিনের পার্টি। সেই ক্রিসমাস স্পেশ্যাল লাঞ্চে উপস্থিত ছিলেন ‘দ্য আর্চিজ়’ ছবির দুই তারকা সন্তান – শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দা। এই দুই তারকা সন্তানেরই জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ ছবিতে অভিষেক হচ্ছে। ছবিটি হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। এ সবের মাঝে শোনা যাচ্ছে, সুহানার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অগস্থ্য। নিন্দুকেরা আবার এটাও মনে করছেন, ‘দ্য আর্চিজ়’কে আরও জনপ্রিয় করে তোলার জন্য এই ‘গিমিক’ হচ্ছে সম্পর্ককে কেন্দ্র করে।
কাপুরদের ক্রিসমাসের লাঞ্চে অংশ নিতে হাতে হাত ধরে গিয়েছিলেন সুহানা-অগস্থ্য। আর তাতেই নেটিজ়েনদের মনে হতে শুরু করেছে এই দুই স্টার কিড প্রেম করছেন একে-অপরের সঙ্গে। ছবির পোস্ট প্রোডাকশনের পরই মুক্তি পাবে ‘দ্য আর্চিজ়’। তার আগেই এই খবর ভেসে এসেছে বলি-বাতাসে। নিন্দুকদের অনুমান, এতে ছবির প্রতি আগ্রহ তৈরি হবে বাড়তি। তাতে তুলনায় বেশি দর্শক ছবির প্রতি আকৃষ্ট হবেন।
কিছুদিন আগে সলমন খানের প্রেম জীবন নিয়েও একটি খবর রটেছিল। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে কো-স্টার পূজা হেগড়ের সঙ্গে নাকি প্রেম করছেন সলমন খান। সত্যি-মিথ্যা যদিও এখনও পর্যন্ত সামনে আসেনি। কারণ, সলমন এবং পূজা কেউই এখনও পর্যন্ত এই ব্যাপারে মুখ খোলেননি।
অতীতে এমন ঘটনা আগেও শোনা গিয়েছে যে, ছবি মুক্তির আগেই সহ-অভিনেতাদের মধ্যে প্রেমের গুজব রটিয়ে দেওয়া হয়। ছবি মুক্তির পরই জানা যায়, প্রেম ভেঙেছে। অনেক নেটিজ়েনের অনুমান, এমনটা একাধিকবার ঘটেছে রণবীর কাপুরের সঙ্গে। ছবি মুক্তির আগেই হিরোইনের সঙ্গের তাঁর সম্পর্ক নিয়ে নানা কথা রটেছে। কিন্তু পরে জানা যায়, ভেঙেছে সেই সম্পর্ক। সুতরাং, এমন অনেক কিছুই রটে। কিন্তু যা-যা ঘটে তাও সামনে আসে।