সমপ্রেম, নারী স্বাধীনতা ও বিচ্ছেদ, নারীদিবসে জোর টক্কর এই দুই সিরিজের

বম্বে বেগমে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে মহেশ ভাট কন্যা পূজা ভাট। এ ছাড়াও দেখা যাবে সাহানা গোস্বামী। অম্রুতা সুভাষ সহ নামজাদা চরিত্রাভিনেতাদের। পরিচালকের আসনেও মহিলা প্রাধান্য। দায়িত্বে রয়েছেন, অলঙ্কৃতা শ্রীবাস্তব।

সমপ্রেম, নারী স্বাধীনতা ও বিচ্ছেদ, নারীদিবসে জোর টক্কর এই দুই সিরিজের
হতে চলেছে জোর টক্কর।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2021 | 2:31 PM

একদিকে নেটফ্লিক্সের ‘বম্বে বেগম’ অন্যদিকে এএলটি বালাজির ‘দ্য ম্যারেড ওম্যান’- নারীদিবসে জোর টক্করে নামতে চলেছে এই দুই ওয়েব সিরিজ। গল্পের বিষয়বস্তুতে রয়েছে মিল। মিল রয়েছে কাস্টিংয়েও। তা সত্ত্বেও তারিখের পরিবর্তন নয়। নারীকেন্দ্রিক প্লট হওয়ার কারণে নারীদিবসের দিনই মুক্তি পেতে চলেছে ওই দুই সিরিজ।

বম্বে বেগমে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে মহেশ ভাট কন্যা পূজা ভাট। এ ছাড়াও দেখা যাবে সাহানা গোস্বামী। অম্রুতা সুভাষ সহ নামজাদা চরিত্রাভিনেতাদের। পরিচালকের আসনেও মহিলা প্রাধান্য। দায়িত্বে রয়েছেন, অলঙ্কৃতা শ্রীবাস্তব। বম্বের বুকে পাঁচ মহিলার বেঁচে থাকার কাহিনী নিয়েই সিরিজ। মাঝপথে এসে মেশে সমপ্রেম, হিংসা, রহস্য।

অন্যদিকে ‘দ্য ম্যারেড ওম্যান’-এ দেখা যাবে ঋদ্ধি ডোগরা এবং মনিকা ডোগরাকে। সিরিজের ট্রেলার মনে করিয়ে দেয় ১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত দীপা মেহেতার ছবি ‘ফায়ার’কে। সেখানেও দেখান হয়েছিল সমপ্রেমকে। ১৯৯৬-এ সমপ্রেম নিয়ে ছবি এবং ২০২১-এ ওই একই বিষয় নিয়ে ছবি বানানোর ক্ষেত্রে কিছু কি ফারাক রয়েছে? পরিচালক দীপা মেহেতার কথায়, “আমার মনে হয় আগের থেকে অনেক উন্নত হয়েছে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু তা যথেষ্ট নয়। আমার মনে হয়, সমপ্রেম এখনও অনেক জায়গায় অবৈধ। যেমন শ্রীলঙ্কা যেখানে আমার ছবি ‘ফানি বয়’-এর শুট হয়েছিল।”

সমপ্রেম এই দুই সিরিজের অন্যতম বিষয়বস্তু হলেও আরও মিল রয়েছে। ওই দুই সিরিজেই অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ’র ছেলে ইমাদ। অন্যদিকে প্রায় ১৯ বছর পর ‘বম্বে বেগম’-এ একসঙ্গে অভিনয় করতে চলেছেন রাহুল বোস এবং পূজা ভাট। সব মিলিয়ে চড়ছে উত্তেজনার পারদ। আগামী ৮ মার্চ আপনি বেছে নেবেন কোন সিরিজটিকে?