Bengali Series: পিরিয়ড ড্রামায় রুদ্রনীল এবার গোয়েন্দা-পুলিশ, বিপরীতে কে?

Rudranil Ghosh: সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ এখন বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সিনেমার নামকরা অভিনেতারা ওয়েব সিরিজে মনের মতো চরিত্রে অভিনয় করে নিজেদের নতুন করে এক্সপ্লোর করছেন। অন্যদিকে আবার ওয়েব সিরিজের মাধ্যমেই কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ওটিটির রমরমা বাজারে তাই নতুন-নতুন ওটিটির আগমন ঘটছে, তেমনই একটি নতুন ওটিটি মাধ্যম আসতে চলেছে—'ফ্রাইডে' নামের এই ওটিটি একঝাঁক নতুন প্রজেক্ট নিয়ে আসছে।

Bengali Series: পিরিয়ড ড্রামায় রুদ্রনীল এবার গোয়েন্দা-পুলিশ, বিপরীতে কে?
দুই ঘোষ একসঙ্গে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 4:02 PM

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ এখন বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সিনেমার নামকরা অভিনেতারা ওয়েব সিরিজে মনের মতো চরিত্রে অভিনয় করে নিজেদের নতুন করে এক্সপ্লোর করছেন। অন্যদিকে আবার ওয়েব সিরিজের মাধ্যমেই কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ওটিটির রমরমা বাজারে তাই নতুন-নতুন ওটিটির আগমন ঘটছে, তেমনই একটি নতুন ওটিটি মাধ্যম আসতে চলেছে—’ফ্রাইডে’ নামের এই ওটিটি একঝাঁক নতুন প্রজেক্ট নিয়ে আসছে। এই ওটিটির জন্যই একজোট হয়ে নতুন সিরিজের শুটিং শুরু করেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস ও পূজারিনী ঘোষ। সিরিজের নাম ‘1954’। এই সিরিজটি মূলত ক্রাইম থ্রিলার জঁরের। থ্রিলার হওয়ার কারণে এই সিরিজের গল্প নিয়ে স্পিকটি নট কলাকুশলীরা। তবে শুটিংয়ের কাজ চলছে পুরোদমে।

প্রসঙ্গত এই সিরিজের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় প্রচারে এসেছিলেন তাঁর সিনেমা ‘ঝরা পালক’, ‘অদ্ভুত’, ‘আকাশ অংশত মেঘলা’ ছবির মাধ্যমে। সিরিজের বিষয় হিসেবে বেড়েছে ক্রাইম থ্রিলার। কারণ হয়তো সিরিজে রহস্য-রোমাঞ্চকর বিষয় বেশি পছন্দ করে দর্শক। এই সিরিজে দেখা যাবে অভিনেত্রী পূজারিণী ঘোষকে। ছবিতে তাঁকেও দর্শক পাবে নতুন ভাবে। তবে চরিত্র নিয়ে বিশেষ কিছুই বলতে নারাজ এই মুহূর্তে।অভিনেতা সৌরভ দাস ওটিটি মাধ্যমের স্টার। তিনি যখনই কোনও প্রজেক্ট করেন, তাঁর থেকে দর্শকদের একটি বিশেষ আশা থাকে।

অভিনেতা-প্রযোজক রুদ্রনীল ঘোষ এখন অভিনয় থেকে রাজনীতি সবক্ষেত্রেই চুটিয়ে কাজ করছেন। টলিউডের অন্দরের খবর: কিছুদিন আগেই তাঁর একটি প্রযোজনায় সমস্যা দেখা দিয়েছিল সেই সিরিজের দুই অভিনেত্রীর কলমের কারণে। এবং সেই প্রজেক্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ‘1954’ এই ক্রাইম থ্রিলারের শুটিংয়ের কাজ চলছে কোন ঝঞ্ঝাট ছাড়াই।