Bigg Boss OTT: ক্রমেই বাড়ছে সলমনের দর, ৫ কোটি থেকে বেড়ে কততে দাঁড়িয়ে এখন বিগ বস সঞ্চালক
Salman Khan: ওটিটি হোক বা চ্যানেল, সলমন খান মোটা টাকা এই শোয়ের জন্য দাবী করলেও শোয়ের TRP তুঙ্গে থাকায় কেউ-ই তাঁর দিকে আঙুল তুলতে পারেন না।
সলমন খান, এক কথায় বলতে গেলে তিনি বিগ বস-এর প্রাণকেন্দ্র। এই রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তার কারণের অধিকাংশটাই তাঁর দখলে থাকে। বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের সঙ্গে তাঁর আচরণ একাধিক সময় বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেও তিনি এই বিষয় বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ। তাঁর কথায়, এই শোয়ে তিনি যা বলেন সেটাই শেষ কথা। যার ফলে উইকএণ্ডকা ধামাকার জন্য সকলেই মুখিয়ে থাকেন। টানা ১০ সিজ়ন ধরে চলা বিগ বসের কান্ডারীই হলেন সলমন খান। ফলে দিন দিন বাড়ছে তাঁর পারিশ্রমিকের মাত্রাও। সলমন খান সিজ়ন ৭-এ এপিসোড পিছু পারিশ্রমিক নিতেন ৫ কোটি টাকা।
বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি টাকায়। সে ওটিটি হোক বা চ্যানেল, সলমন খান মোটা টাকা এই শোয়ের জন্য দাবী করলেও শোয়ের TRP তুঙ্গে থাকায় কেউ-ই তাঁর দিকে আঙুল তুলতে পারেন না। বর্তমানে এও শোনা যায় যে তিনি নাকি এপিসোড পিছু ১১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি ঠাণ্ডা মাথায় তা চ্যানেলের দিকে ঘুরিয়ে দেন। সলমন খান ১১ তম সিজনে নাকি এমনই টাকা পাচ্ছেন। তবে এই রিয়্যালিটি শো যখন শুরু হয়েছিল, তখন একটি এপিসোড পিছু সলমন খান পারিশ্রমিক পেতেন ২.৫ কোটি টাকা।
সম্প্রতিতে এই শোয়ের মেয়াদ আরও বেড়ে যাওয়ায় আয় বাড়ছে সলমনের রাতারাতি। বর্তমানে সলমন খান নিজের ব্যানারেই ছবি করছেন। ফলে ছবির লাভের অঙ্ক যেমন তাঁর ঘরে ঢুকছে, ঠিক তেমনই ছবি যদি ক্ষতির মুখ দেখে, তখনও সলমন খানকেই তার ভার বহন করতে হয়। সম্প্রতিতে মুক্তি পাওয়া কিসি কি ভাই কিসি কি জান ছবিতে খুব একটা লাভের মুখ দেখেননি সলমন খান। তবে সেই খামতি যে টাইগার ৩ ছবি মিটিয়ে দিতে পারবে, তা ইতিমধ্যেই অনুমান করা যায়।