Trina Saha Controversy: মেকাপ ভ্যান নিয়ে বচসার জের, এবার সিরিজ থেকে বাদ পড়ছেন তৃণা?

Rudranil Ghosh: রুদ্রনীল এই ক্যাট ফাইটের বিষয়টা মোটেও ভাল চোখে দেখেননি। যদিও সূত্রে খবর তৃণা তাঁর কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে তার জন্য আর্থিক ক্ষতির অঙ্ক বিন্দুমাত্র কমে না।

Trina Saha Controversy: মেকাপ ভ্যান নিয়ে বচসার জের, এবার সিরিজ থেকে বাদ পড়ছেন তৃণা?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 6:54 PM

ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছুদিন বিরতীতে ছিলেন অভিনেত্রী তৃণা সাহা। এই সময়ই একগুচ্ছ কাজের সুযোগ আসে তাঁর। যার মধ্যে অন্যতম হল মাতঙ্গী সিরিজের কাজ। যেখানে তাঁর সঙ্গে সোহিনী সরকারের কাজ করার কথা ছিল। নির্দিষ্ট সময়ই শুরু হয়েছিল সিরিজের শুটিং। তবে শেষ সপ্তাহে ঘটে যায় এক অপৃতিকর ঘটনা। যেখানে শোনা যায় মেকাপ ভ্যান নিয়ে তৃণা সাহা নাকি বচসায় জড়িয়ে পড়েন সোহিনী সরকারের সঙ্গে। সোহিনী সরকারের নিজস্ব মেকাপ টিম রয়েছে। তৃণা সাহার নেই। এই মর্মেই শুরু হয় কথা। তবে তা এক পর্যায় তৃণার আঁতে লাগলে তিনি সেট ছেড়ে বেড়িয়ে যান। তবে থেকেই বন্ধ রয়েছে সিরিজের শুটিং। যা কখনই সমর্থন করে উঠতে পারেননি প্রযোজক রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল এই ক্যাট ফাইটের বিষয়টা মোটেও ভাল চোখে দেখেননি। যদিও সূত্রে খবর তৃণা তাঁর কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে তার জন্য আর্থিক ক্ষতির অঙ্ক বিন্দুমাত্র কমে না। তাই এবার অন্দরমহলের খবর এবার নাকি সিরিজ থেকে বাদ পড়তে চলেছেন তৃণা সাহা। তাঁকে সরে যেতে হতে পারে এই সিরিজ থেকে। শুরু ধাই নয়, খবর মিলছে এই সিরিজের প্রস্তাব নাকি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রোশনি ভট্টাচার্যর কাছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

তৃণা সাহার কেরিয়ারে এই প্রথম ওটিটি সিরিজ নয়। অতীতেও তাঁকে ওটিটি-তে পেয়েছেন দর্শকেরা। তবে এই খবর একশ্রেণীর মাঝে বিতর্ক ও কটাক্ষের সৃষ্টি করেছে যেমন ঠিক তেমনই আবার এই খবর অপর শ্রেণীর মন খারাপ করে দিয়েছে। যাঁরা সোহিনী সরকার ও তৃণা সাহার জুটিকে দেখবেন বলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, তাঁদের মন ভাঙলেও এই মুহূর্তে যে প্রযোজক সংস্থা সুর নরম করছেন না, তার ইঙ্গিত স্পষ্ট। এখন দেখার আবার কবে শুরু হবে এই সিরিজের শুটিং।