Sara Ali Khan: বিমানবন্দরে সারার সঙ্গে এ কী করলেন প্রৌঢ়! লজ্জায় মাথা হেঁট সকলের

Sara Ali Khan: বিমানবন্দরে সারাকে পড়তে হল চরম লজ্জার মুখে, এক প্রৌঢ় ব্যক্তি তাঁর সঙ্গে যা আচরণ করলেন তা দেখলে লজ্জা পাবেন আপনিও।

Sara Ali Khan: বিমানবন্দরে সারার সঙ্গে এ কী করলেন প্রৌঢ়! লজ্জায় মাথা হেঁট সকলের
বিমানবন্দরে সারার সঙ্গে এ কী করলেন প্রৌঢ়!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 4:03 PM

সারা আলি খান– অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। কিন্তু এবার বিমানবন্দরে সারাকে পড়তে হল চরম লজ্জার মুখে, এক প্রৌঢ় ব্যক্তি তাঁর সঙ্গে যা আচরণ করলেন তা দেখলে লজ্জা পাবেন আপনিও। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর দিকে ছবি তুলতে এগিয়ে যায় একঝাঁক কচিকাঁচা। সারাও ফেরান না তাদের। হাসিমুখে তুলতে থাকেন একের পর এক ছবি। পাশ দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। বাচ্চাদের ছবি তুলতে দেখে তিনি সারার দেখিয়ে ওই শিশুদের উদ্দেশে আচমকাই বলে ওঠেন, “কেন এর জন্য নিজের সময় নষ্ট করছ?” খানিক অপ্রস্তুত হয়ে পড়েন সারাও। এরকমটা যে তাঁকে বলতে পারেন কেউ– তা তিনি আশাও করতে পারেননি। এই ঘটনায় ওই ব্যক্তির নিন্দায় সারার ভক্তরা। অভিনেত্রী বলেই কি অসম্মান করা যায় সহজে? প্রশ্ন তুলেছেন তাঁরা। সারা যখন বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন সেখানে হাজির ছিল পাপারাৎজিও। তাঁদেরই ক্যামেরায় ওই ব্যক্তির ওই প্রতিক্রিয়া বন্দি হয়। এই মুহূর্তে তা নেটদুনিয়ায় ভাইরাল। একদিকে যেমন হচ্ছে নিন্দা। অন্যদিকে অনেকেই আবার সারার বিরুদ্ধে গিয়েও বলেছেন কথা। তাঁদের বক্তব্য, ‘সত্যিই তো, সেলিব্রিটি বলেই কি তাঁদের নিয়ে এত মাতামাতি করার আদপে কোনও প্রয়োজন আছে?”

এই মুহূর্তে সারা আলি খানের প্রেমজীবন নিয়ে জোর আলোচনা। রটনা ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি সম্পর্কে তিনি। সারা ও শুভমনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু কোথা থেকে? গত বছর অগস্ট মাসেই সারা ও শুভমনকে একসঙ্গে দেখা যায়। এক টিকটক ব্যবহারকারীর গোপন ভিডিয়োয় ধরা পড়ে যায় তাঁদের ‘ডিনার ডেট’। সবাই কার্যত চমকেই গিয়েছিলেন। কারণ এর আগে, শুভমনের সঙ্গে নাম জুড়েছিল সচীন তেন্ডুলকরের মেয়ে সারার। এমনকি সার্চ ইঞ্জিন গুগলে সেই সারার ‘স্বামী’ বলে খুঁজলে আসত শুভমন গিলেরই নাম। কিন্তু অগস্ট মাসে সব হিসেব যেন গুলিয়ে যায় আচমকাই।

এখানেই শেষ নয়, সোনম বাজওয়ার টক শো’তে হাজির হয়েছিলেন শুভমন। তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বলিউডে সবচেয়ে ফিট অভিনেত্রী কে? উত্তরে একমুহূর্ত চিন্তা না করেই শুভমন কার নাম নেন জানেন? কার আবার? সারা আলি খানের! এরপরেই কোনও রাখঢাক না করেই সোনম শুভমনকে ছুড়ে দেন সেই প্রশ্ন। জিজ্ঞাসা করেই বসেন, “তুমি কি সারাকে ডেট করছ”? উত্তরে শুভমন বলেন, ‘হয়ত হ্যাঁ, হয়তো না’। এর আগে সারার জীবনে কখনও এসেছেন সুশান্ত সিং রাজপুত আবার কখনও বা এসেছেন কার্ত্তিক আরিয়ান। এবার কি শুভমন? অনুমান জারি…। চলছে নানা আলোচনা।