Sara Ali Khan: বিবাহিত রণবীর সিংয়ের প্রতি আকৃষ্ট সইফ-কন্যা সারা আলি খান, তাঁর বক্তব্য শুনলে চমকে যাবেন
Bollywood Gossips: রণবীর সিং বিবাহিত, তাতে কিছুই যায় আসে না সারা আলি খানের। তিনি তাঁর সঙ্গেও সম্পর্কে যেতে আগ্রহী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন সারা আলি খান। কেবল তিনি নন, এসেছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁর প্রিয় বান্ধবী ও অভিনেত্রী জাহ্নবী কাপুরও। দু’জনেই লঞ্চ হয়েছেন ২০১৮ সালে। একই মাসে সারার দুটি ছবি মুক্তি পায় সেই বছর – ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’। অন্যদিকে ‘ধড়ক’ মুক্তি পায় জাহ্নবীর। দুই তারকা-কন্যার মধ্যে প্রতিযোগিতা থাকলেও এই মুহূর্তে তাঁরা ‘বেস্ট ফ্রেন্ড’। ফলে তাঁরা জমিয়ে তুলেছিলেন ‘কফি উইথ করণ’-এর এই এপিসোড। স্বাভাবিকভাবেই এপিসোডে উঠে আসে সারা ও জাহ্নবীর প্রেম জীবনের নানা প্রসঙ্গ। জানা যায়, বিজয় দেবেরাকোন্ডাকে পছন্দ দুই তারকা-কন্যারই। অতীতে কার্তিক আরিয়ানকে ডেট করেছিলেন সারা। নাম না করেই তাঁকে পরোক্ষভাবে ‘সকলের প্রাক্তন’ বলেছেন অভিনেত্রী। রণবীর সিংকে নিয়েও কথা বলেছেন শোয়ে।
সারা বলেছেন, তিনি রণবীর সিংকেও ডেট করতে চান। এই কথায় যথেষ্ট অবাক হয়েছে করণ জোহর স্বয়ং। রণবীর সিং বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোনকে। বিবাহিত পুরুষ তিনি। কিন্তু রণবীরের এই স্টেটাসে কিছু যায় আসে না সারার। বিষয়টি নিয়ে দীপিকার ভাবনাচিন্তা করা উচিত, বলেই ফেলেন করণ। তবে মনের কথা অকপটেই স্বাকীর করে নিয়েছেন সারা এবং জিতেছেন করণের শোয়ের বিখ্যাত ব়্যাপিড ফায়ার রাউন্ড।
প্রসঙ্গত, সারা আলি খানে কেরিয়ারের প্রথম দুটি ছবির মধ্যে ‘সিম্বা’ একটি। রোহিত শেট্টি পরিচালিত ‘কপ ইউনিভার্স’-এর এই ছবিতে পুলিশকর্মী সিম্বার চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। সারার বিপরীতে হিরো ছিলেন তিনি। শোনা যায়, একই মাসে মুক্তি পাওয়া ‘কেদারনাথ’-এর নায়ক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি হিসেবে কাজ করতে গিয়েও তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সারা। সব মিলিয়ে সারার জীবন বেশ বর্ণময় হয়ে উঠেছে।