Streaming Guide: উইকেন্ড কাটুক এই সব ওয়েব সিরিজের সঙ্গেই, আপনার জন্য রইল তালিকা
Streaming Guide: উইকেন্ডে কী দেখবেন দিশেহারা? টিভিনাইন বাংলা আপনাকে হদিশ দিচ্ছে এমন কিছু সিনেমা-সিরিজের যা সপ্তাহান্তে আপনি বাড়িতে বসেই আয়েশ করে দেখে নিতে পারেন।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি দেখে ফেলেছেন গত সপ্তাহেই? অমিতাভ বচ্চন অভিনীত ঝুন্ডও দেখে নিয়েছেন মুক্তির প্রায় সঙ্গে সঙ্গেই। উইকেন্ডে কী দেখবেন দিশেহারা? টিভিনাইন বাংলা আপনাকে হদিশ দিচ্ছে এমন কিছু সিনেমা-সিরিজের যা সপ্তাহান্তে আপনি বাড়িতে বসেই আয়েশ করে দেখে নিতে পারেন।
রুদ্র- দ্য এজ অব ডার্কনেস
এই সিরিজ দিয়েই ওয়েব ডেবিউ হয়েছে অজয় দেবগণের। বিবিসি’র ক্রাইম থ্রিলার লুথারের হিন্দি সংস্করণ রুদ্র। ছয় এপিসোডের এই স্রিজে অজয় দেবগণ ছাড়াও রয়েছেন রাশি খান্না, এষা দেওল, অতুন কুলকর্ণীসহ অনেকেই। ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে এই সিরিজ।
ইউফোরিয়া- সিজন ২
এই সিরিজটিও দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে। আদপে একটি টিন ড্রামা। আপানার যদি হাই স্কুল স্টুডেন্ট কেন্দ্রিক ছবি দেখতে ভাল লাগে তবে দেখতে পারেন। জেনডায়া নামক এক ১৭ বছরের টিনেজারকে কেন্দ্র করে সিরিজ। রয়েছে ক্রিকোণ প্রেম, অ্যাডিকশন ও আরও অনেক কিছু।
আনদেখি ২
আনদেখির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। দেখা যাবে সোনি লিভে। ২০২০ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনটি বেশ জনপ্রিয় হয়েছিল। কোয়েল কি ন্যায়বিচার পাবে নাকি রাজনৈতিক নেতাদের অভিসন্ধির শিকার হবে তা জানা যাবে এই সিজনে। ৪ মার্চ অর্থাৎ আজই মুক্তি পেয়েছে সিরিজটি। অভিনয়ে দিব্যেন্দু ভট্টাচার্য, হর্ষ ছায়া, আঁচল সিং, অপেক্ষা পোরওয়াল।
সুতলিয়া
টয়লেট এক প্রেম কথার পরিচালক শ্রী নারায়ণ সিং প্রথমবার এই সিরিজের মধ্যে দিয়েই ওটিটিতে ডেবিউ করছেন। অভিনয়ে আয়েষা রাজাম শিব পন্ডিত, ভিভান শাহ প্রমুখ। শনিবারই মুক্তি পেয়েছে সিরিজটি। জি-ফাইভে দেখে নিতে পারেন।
দ্য ফেম গেম
গত সপ্তাহে এই সিরিজ মুক্তি পেলেও যেহেতু মাধুরী দীক্ষিতের ওয়েব ডেবিউ এই সিরিজের হাত ধরেই তাই দেখা না হয়ে থাকলে এই সপ্তাহে অবশ্যই দেখে নিতে পারেন দ্য ফেম গেম। শো-বিজ দুনিয়ায় নানা অন্ধকার দিক উঠে এসেছে কর্ণ জোহার পরিচালিত এই সিরিজের মধ্যে দিয়ে। অভিনয়ে মাধুরী দীক্ষিত ছাড়াই রিয়েছে সুহাসিনী মূলে, সঞ্জয় কাপুর, মানব কলসহ অনেকেই। দেখা যাবে নেটফ্লিক্সে।
আরও পড়ুন- Bappi Lahiri Death: বাপ্পির ইচ্ছেপূরণেই কলকাতায় বাপ্পা, গঙ্গাগর্ভে বিলীন গায়কের শেষ চিহ্নটুকুও
আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র্যাগিং’ করেছিলেন মেঘাকে?
আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?