Aarya 2: শুটিং শেষের পথে, অভিজ্ঞতা শেয়ার করলেন সুস্মিতা
আদপে এই ক্রাইম থ্রিলারটি বিদেশি সিরিজ 'এনোজা' থেকে অনুপ্রাণিত। এক সুখী বিবাহিত মহিলাত্র জীবনে আচমকাই কী করে ঝড় নেমে আসে তা নিয়েই এই সিরিজ। প্রথম সিজনে দেখানো হয় সুস্মিতার অন্সক্রিন স্বামী চন্দ্রচুড় সিং গুলির আঘাতে নিহত হন।
প্রথম সিজনেই দর্শকমনে ভাল ছাপ ফেলেছিল ‘আরিয়া’। আসতে চলেছে দ্বিতীয় সিজনও। শুটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারি। সম্প্রতি সিজনের মুখ সুস্মিতা সেন জানিয়েছেন, শুট প্রায় শেষের পথে। ওই সিরিজ দিয়েই ওয়েব দুনিয়ায় ডেবিউ করেছিলেন বিশ্বসুন্দরী।
দুই মেয়ে এবং প্রেমিককে নিয়ে এক লাইভ সেশনে এসে সুস্মিতা বলেন, “আরিয়ার শুধু শেষের অংশের শুট বাকি রয়েছে। আশা করছি প্রথম বারের মতো এই সিজনও দর্শকের ভাল লাগবে। প্রথম সিজনটিকে আপনারা এত ভালবাসা দিয়েছেন। এই সিজনটিকেও কিন্তু ভালবাসতে হবে।”
View this post on Instagram
আদপে এই ক্রাইম থ্রিলারটি বিদেশি সিরিজ ‘এনোজা’ থেকে অনুপ্রাণিত। এক সুখী বিবাহিত মহিলাত্র জীবনে আচমকাই কী করে ঝড় নেমে আসে তা নিয়েই এই সিরিজ। প্রথম সিজনে দেখানো হয় সুস্মিতার অন্সক্রিন স্বামী চন্দ্রচুড় সিং গুলির আঘাতে নিহত হন। সুস্মিতা জানতে পারেন তাঁর স্বামী এক মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। ওই যুক্ত থাকাই কাল হয়ে দাঁড়ায়। স্বামীর মৃত্যুর পরে তাঁর জীবন হয়ে উঠতে থাকতে বিভীষিকাময়। প্রথম সিজনে সুস্মিতার পাশাপাশি দেখা গিয়েছিল শিকান্দর খের, অঙ্কুর ভাটিয়া, নমিত দাস, মণীষ চৌধুরী, বিকাশ কুমারসহ অনেকেই। এই সিজনে কী চমক আনবেন সুস্মিতা?
আরও পড়ুন- আবারও বিয়ের ইচ্ছে প্রকাশ রূপঙ্করের, পাত্রী হিসেবে পছন্দ কাকে?