নেপোটিজম সামলাতে প্রযোজনা সংস্থা খুলিনি…: তাপসী পান্নু

নাম আউটসাইডার হলেও শুধুমাত্র আউটসাইডারদের নিয়েই যে তিনি কাজ করবেন, এমনটাও ভাববার কোনও কারণ নেই বলেও জানিয়ে দিলেন অভিনেত্রী।

নেপোটিজম সামলাতে প্রযোজনা সংস্থা খুলিনি...: তাপসী পান্নু
তাপসী পান্নু।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 4:36 PM

সম্প্রতি প্রযোজনা সংস্থা খুলেছেন তাপসী পান্নু। নাম দিয়েছেন আউটসাইডার ফিল্মস। তাপসী নিজে আউটসাইডার অর্থাৎ স্টারকিড নন, নিজের যোগ্যতায় বলিপাড়ায় জায়গা করে নিয়েছেন তিনি। সে কারণেই সত্যিকারের ট্যালেন্ট যাঁদের রয়েছে তাঁরা যদি কাজ করতে চান তাঁদের পাশে দাঁড়াবে তাঁর প্রযোজনা সংস্থা, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে নেপোটিজম বিতর্ক সামলানোর দায়ভার তাঁর বা তাঁর সংস্থার নয়, সে কথা সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

নাম আউটসাইডার হলেও শুধুমাত্র আউটসাইডারদের নিয়েই যে তিনি কাজ করবেন, এমনটাও ভাববার কোনও কারণ নেই বলেও জানিয়ে দিলেন অভিনেত্রী। তাঁর কথায়, “যদি শুধু আউটসাইডারদের নিয়ে কাজ করি তবে আমিও সেই সব মানুষদের মতু হয়ে যাব যারা শুধুমাত্র স্টারকিডদের সুযোগ দেন। যে সত্যিই যোগ্য তাঁকেই সুযোগ দেওয়া হবে”।

সম্প্রতি তাপসীকে দেখা গিয়েছে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাসিনা দিলরুবা’তে। সমালোচক মহলে এই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন প্রজ্জনা সংস্থার প্রথম ছবির কাজও শুরু করে দিয়েছেন তিনি। ছবির নাম ব্লার। মুখ্য চরিত্রে তাপসী পান্নু এবং গুলশান দেভিয়াহ। রোববার, তাপসীর প্রযোজনার সংস্থার প্রথম ছবির প্রথম দিনের শুটিংয়ের নিজেদের ছবি শেয়ার করে নেন অভিনেতা-অভিনেত্রী। তাপসী পান্নু যেখানে অভিনয়ের ছবি পোস্ট করেন, সেখানে গুলশন, নিজের এবং তাপসীর সেলফি পোস্ট করে লেখেন, ’মিস্টার অ্যান্ড মিসেস ব্লার।’

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)