Darshan Kumar: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর কৃষ্ণা আরও একবার পুলিশ, কেন এই সিদ্ধান্ত?

Role of a Police: 'ধোকা দ্য রাউন্ড টেবিল' ছবিতে দর্শক ফের দর্শনের পারফরম্যান্স দেখতে পাবেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব ছবি।

Darshan Kumar: 'দ্য কাশ্মীর ফাইলস'-এর কৃষ্ণা আরও একবার পুলিশ, কেন এই সিদ্ধান্ত?
দর্শন কুমার...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2022 | 5:55 PM

কিছু মাস আগের কথা। কাশ্মীরি পণ্ডিত কৃষ্ণার চরিত্রে বাবা-মায়ের নির্মম হত্যার কাহিনি বলে অভিনেতা দর্শন কুমার দারুণ বাহবা কুড়িয়েছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। সেই দর্শনকে ফের এক দুর্দান্ত পুলিশ অফিসারের চরিত্রে দেখতে চলেছেন দর্শক। ‘ধোকা দ্য রাউন্ড টেবিল’ ছবিতে দর্শক ফের তাঁর পারফরম্যান্স দেখতে পাবেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব ছবি।

অতীতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন দর্শন। ঠিক করেছিলেন আর পরপর পুলিশের চরিত্রে অভিনয় করবেন না। তার কারণ, আমাদের ইন্ডাস্ট্রির একটি নিয়ম আছে। যে একবার একটি চরিত্র (একটি নির্দিষ্ট পেশার উপর ভিত্তি করে তৈরি চরিত্র) করে পরিচিত পেয়ে যান, তাঁকে বারবার সেই একই ধরনের চরিত্রে ভাবতে শুরু করেন নির্মাতারা। দর্শনের ক্ষেত্রেও সেই ব্যতিক্রম ঘটেনি। তাঁর কাছেও আসতে শুরু করেছিল একাধিক পুলিশ অফিসারের চরিত্র। কিন্তু ‘ধোকা..’র গল্প শুনে অভিনেতার মনে হয়েছে আরও এবার পুলিশের চরিত্রে অভিনয় করলে মন্দ হবে না।

এ ব্যাপারে দর্শন সংবাদ মাধ্যমকে বলেছেন, “কোনও চরিত্রে অভিনয় করার বিষয়ে আমি খুবই খুঁতখুঁতে। আমি কাজের মান নিয়ে অনেক বেশি চিন্তা করি। একটি ওয়েব সিরিজ়ে পুলিশের চরিত্রে অভিনয় করার পর কেবলই পুলিশের চরিত্র করার অফার পাচ্ছিলাম আমি। কিন্তু আমি বারবার পুলিশ হয়ে পর্দায় আসতে চাইনি। ফলে করছিলাম না। কিন্তু ‘ধোকা রাউন্ড দ্য কর্না’র ছবিতে চরিত্রটি পুলিশের হলেও করতে রাজি হলাম। চিরাচরিত পুলিশের চরিত্র নয়। একটু অন্য ধরনের।”

তারকা খচিত ‘ধোকা রাউন্ড দ্য কর্না’-এ অভিনয় করেছেন আর মাধবন, খুশালি কুমার, অপারশক্তি খুরানা। কুকি গুলাটি পরিচালনা করেছেন ছবির। ভূষণ কুমার এর প্রযোজক। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি।