সাবধান করেছিলেন রূপম, না শোনার ফল, লাঠি চার্জ করতে হল পুলিশকে

Rupam Ishlam: পরিস্থিতি সামালদিতে রীতিমত লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। সেই ভিডিয়ো পলকে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা দেখে অনেকতেই বিশ্বাস করতে পারছিলেন না যে গান শুনতে এসে এমনটাও হতে পারে।

সাবধান করেছিলেন রূপম, না শোনার ফল, লাঠি চার্জ করতে হল পুলিশকে
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 12:07 PM

মধ্যমগ্রামের পর এবার দমদম। ফসিলস ভক্তদের উপচে পড়া ভিড়ে বারবার বিপত্তি। কয়েকদিন আগেই মধ্যমগ্রামে কনসার্ট করতে গিয়েছিলেন গায়ক রূপম ইসলাম। সেখানে অপৃতিকর ঘটনা সৃষ্টি হয়েছিল। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। যেখানে দেখা যায় হাজার হাজার ভক্তের ভিড় সামলাতে ব্যর্থ উদ্যোগকারীরা। অধিকাংশ মানুষই মাঠের ভিতর প্রবেশ করতে পারেনি। গান থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন রূপম ইসলাম। এবার সেই একই ছবি ধরা পড়ল দমদমে। ভিড়ে ঠাসাঠাসি শুরু। সকলেই প্রবেশ করতে চাইছেন রূপমের গান শুনতে। কিন্তু লাভের লাভ কিছুই হল না। দূর থেকেই চলে যেতে হল বহু ভক্তকে। তিন থেকে চার হাজার মানুষের ভিড় জমে গিয়েছিল। দমদমে শুক্রবার এমনই ছবি ধরা পড়ল। পরিস্থিতি সামালদিতে রীতিমত লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। সেই ভিডিয়ো পলকে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা দেখে অনেকতেই বিশ্বাস করতে পারছিলেন না যে গান শুনতে এসে এমনটাও হতে পারে।

যদিও রূপম ইসলাম আগেই সাবধান করে দিয়েছিলেন। মধ্যগ্রামের ঘটনার পর তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করেছিলেন। সেখানেই জানিয়ে দিয়েছিলেন ফসিলসের অনুষ্ঠানের জন্য প্রয়োজন বড় জায়গা। নয়তো ভক্তদের এই সমস্যায় পড়াটা অস্বাভাবিক নয়। রূপম সেদিনই বলেছিলেন (মধ্যগ্রাম অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে) ‘গতকাল অনুষ্ঠান যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তার কারণ এই। ৬০০০ মানুষের যোগ্য মাঠে পুলিশের বক্তব্য ১১০০০ মানুষ জড়ো হন। বাইরে ছিলেন আরও ১০,০০০ জন। ওই রকম ছোট জায়গায় সবার জন্য উন্মুক্ত ফসিলস কনসার্ট আয়োজন করলে তা সবারই বিপদের কারণ হতে পারে। উদ্যোক্তাদের ভেবে দেখতে অনুরোধ করছি।’ এবারও সেই একই ছবি ধরা পড়ল দমদমে।