উত্তরপ্রদেশে যোগীর ফিল্ম সিটি প্রকল্প, টুইটারে এক হাত নিলেন পূজা ভাট
সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুম্বই সফরে এসে জানালেন তাঁর নতুন প্রকল্পে কথা। উত্তর প্রদেশে নির্মাণ হবে ফিল্ম সিটি। খবর বেরনোর পরই প্রতিক্রিয়া দিয়েছেন মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । সেই তালিয়া যোগ দিলেন পুজা ভাট। এক টুইটার ইউজার প্রশ্ন করেছিলেন মুম্বই ছাড়া অন্য কোথাও কি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে […]
সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুম্বই সফরে এসে জানালেন তাঁর নতুন প্রকল্পে কথা। উত্তর প্রদেশে নির্মাণ হবে ফিল্ম সিটি। খবর বেরনোর পরই প্রতিক্রিয়া দিয়েছেন মহারাষ্ট্রের শাসকদল শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ । সেই তালিয়া যোগ দিলেন পুজা ভাট। এক টুইটার ইউজার প্রশ্ন করেছিলেন মুম্বই ছাড়া অন্য কোথাও কি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে গড়ে তোলা সম্ভব? তার উত্তরে পূজা ভাট টুইটে লেখেন ‘ ঠিক যেমন একটি মেয়ে কিংবা ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে পারেন কিন্তু আপনি সেই মেয়ে অথবা ছেলের মধ্যে থেকে দেশকে বাইরে বের করতে পারবেন ন। তেমনই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে মুম্বইয়ের বাইরে নিয়ে গেলেও মুম্বইকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বের করতে পারবেন না।’
As is said ‘You can take the girl/boy out of the country but you can’t take the country out of the girl/boy’ Similarly- You can take the Hindi film Industry out of Mumbai but you can’t take Mumbai out of the Hindi film Industry. https://t.co/IKVH4tTdhd
— Pooja Bhatt (@PoojaB1972) December 3, 2020
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আদিত্যনাথের ফিল্মসিটির পরিকল্পনা নিয়ে বলেছিলেন, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বয়স একশো বছরেরও বেশি হয়ে গেল। আমার মনে হয় না অন্য কোনও রাজ্য মুম্বইয়ের মতো পরিষেবা দিতে পারে। এ রাজ্যে আইন-শৃঙ্খলা এখনও রয়েছে। ওঁকে (মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ) চেষ্টা করতে দিন। কিন্তু আমার বিশ্বাস মু্ম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি আর কোথাও যেতে পারে না।”
আরও পড়ুন অক্ষয়-আদিত্য বৈঠক, কী নিয়ে হল আলোচনা?
সম্প্রতি মুম্বইয়ের পাঁচতারা হোটেল আলোচনার এক ছবিতে দেখা যায় Yogi adityanath এবং Akshay Kumar-কে। শোনা যাচ্ছে উত্তর প্রদেশে, ফিল্ম সিটির নির্মাণের বিষয়টি নিয়ে কথাবার্তা চলে দু’জনের