এমন যন্ত্রণা আমি আজ পর্যন্ত অনুভব করিনি: রেমো ডি সুজা
সম্প্রতি এক সাক্ষাৎকারে রেমো সেই ‘বিভীষিকাময়’ দিনের কথা তিনি শেয়ার করে বলেন
গত ১১ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি সুজা (Remo D’Souza)। তারপর তাঁকে অন্ধেরি, মুম্বইয়র এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেমোর বন্ধু মহেশ কুক্রেজা জানান, “শুক্রবার সকালে রেমোকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। হার্টে কিছু ব্লকেজ ছিল। অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর রেমো এখন সুস্থ আছেন। আমরা সবাই আছি, ও আমার পারিবারিক বন্ধু। আমি আশ্বাস দিয়ে বলি, উদ্বিগ্ন হবেন না, সবকিছু নিয়ন্ত্রণে আছে।”
এখন রেমো বাড়িতে ফিরেছেন। ইনস্টাগ্রামে ছবি দিয়ে তিনি লেখেন, “আমি ফিরেছি, ধন্যবাদ আমাকে এতটা ভালবাসা এবং প্রার্থনা করার জন্য।”
আরও পড়ুন নতুন বছরে ‘বাজিমাত’ করতে আসছে সোহম চক্রবর্তীর নতুন প্রোডাকশন হাউস
View this post on Instagram
সম্প্রতি এক সাক্ষাৎকারে রেমো সেই ‘বিভীষিকাময়’ দিন প্রসঙ্গে বলেন, “আমার কাছে, একেবারে রেগুলার একটা দিন ছিল। ব্রেকফাস্ট করে জিমে গেলাম। লিজেল (স্ত্রী) এবং আমার ট্রেনার এক। ট্রেনার ওকে গাইড করছিল। আমি তখন ট্রেডমিলে হাঁটলাম। তারপর চুপচাপ বসেছিলাম, নিজের টার্নের অপেক্ষা করছিলাম। লিজেল ট্রনিং শেষ হতেই আমি উঠলাম। বুকের ঠিক মাধখানে ব্যথা হতে শুরু করে। ভাবলাম অ্যাসিডিটি হয়েছে। জল খেলাম। কিন্তু ব্যথাটা ছিল, আমি ট্রেনারকে বললাম আজকের ট্রেনিং বাতিল করো।”
তিনি আরও বলেন, “ তারপর, আমি আর লিজেল লিফ্ট করে উপরে যাওয়ার জন্য সুইচ টিপি। লিফ্ট থেকে বেরিয়ে ভীষণ কাশি হচ্ছিল, বমি করতেও চাই। লিজেল আমার স্মার্ট ওয়াচে হার্টবিট, ইসিজি দেখল, তাতে লেখা ফুটে ওঠে, ‘আপনি কি সুস্থ বোধ করছেন না?’ এরকম যন্ত্রণা আমি আজ পর্যন্ত অনুভব করিনি। হাসপাতালে পৌঁছে জানতে পারলাম বড়সড় হার্ট অ্যাটাক হয়েছে।”
প্রয়া ২৫ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রেমো। ‘ফালতু’ ছিল তাঁর প্রথম পরিচালিত ছবি। তারপর একে একে ‘এবিসিডি’ , ‘এবিসিডি-২’, ‘এ ফ্লাইয়িং জাট’ ছবি তৈরি করেন রেমো।