‘স্ক্যাম’ করার পরেই ‘সন্দেহভাজন’ হয়ে উঠলেন প্রতীক, বাদ গেলেন না রিচাও

কত টাকার 'তছরুপ' করলেন 'হর্ষদ? আর রিচাও করলেন কী?

‘স্ক্যাম’ করার পরেই ‘সন্দেহভাজন’ হয়ে উঠলেন প্রতীক, বাদ গেলেন না রিচাও
প্রতীক-রিচা।
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 8:03 PM

লেখক বিকাশ স্বরূপের লেখা ‘সিক্স সাসপেক্টস’-এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। পরিচালক তিগমাংশু ধুলিয়ার নেতৃত্বে শুরু হল সিরিজের শুটিং। বহুদিন ধরে সিরিজের কাস্টিং সম্পর্কে মুখ খোলেননি গোটা টিম।

আরও পড়ুন ‘মিনি-মিনি বাস-বাস’ নয়, ’গড়িয়াহাটার মোড়’-এ পথশিশুর শুভ জন্মদিনে অতিথি অভিনেত্রী মানালি

এই প্রথমবার রিচা এবং ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত প্রতীক গান্ধী একসঙ্গে অভিনয় করতে চলেছেন ওয়েব সিরিজে। রিচা ভিডিয়ো ক্যাপশনে লেখেন, ‘খুব উচ্ছ্বসিত নিজের বাকেট লিস্টে টিক মার্ক করতে পেরে। আমার পছন্দের তালিকার পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে পেরে। নিজের কেরিয়ারের শুরু করেছিলাম ওর সঙ্গে অভিনয় করে (গ্যাঙ্গস অফ ওয়াসিপুর)। হ্যাপি স্টোরি টেলিং ডে, তিগমাংশু ধুলিয়া।’

বড় পর্দায় ছিল রিচার শেষ কাজ। ‘ম্যাডাম মুখ্যমন্ত্রী’— সুভাষ কাপুর পরিচালিত একটি রাজনৈতিক ছবি ছিল। চলতি বছর, রিচা ‘ফুকরে’-র ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবিতে তাঁর প্রেমিক আলি ফজলের সঙ্গে দেখা যাবে রিচাকে। পুলকিত সম্রাট, বরুণ শর্মাও রয়েছেন ফিল্মে। অন্যদিকে, প্রতীককে শেষ দেখা গিয়েছিল সোনি লিভ সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে। প্রতীক যিনি বেশিরভাগ গুজরাটি ফিল্মের দর্শকদের কাছে পরিচিত ছিলেন, বিতর্কিত স্টকব্রোকার হর্ষদ মেহতার চরিত্রে অভিনয় করে প্যান-ইন্ডিয়া তারকা হয়ে উঠেছেন।‘সিক্স সাসপেক্টস’ ছাড়াও তাপসী পান্নুর সঙ্গে ‘উয়ো লড়কি হ্যায়ঁ কাহাঁ? ছবিতে অভিনয় করবেন। সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত এবং আরশাদ সাইদ পরিচালিত এই ছবির শুটিং এ বছরের শেষের দিকে শুরু হবে।