সলমনকে জড়িয়ে যে বিতর্কগুলো: ‘ভাইজান’-এর জন্মদিনে দেখুন ছবি
বলিউডের ‘কন্ট্রোভার্সিয়াল’ নায়ক। তিনি যা-ই করেছেন, বলেছেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠছে। প্রেমিকার গায়ে হাত তোলা থেকে কৃষ্ণসার হত্যা। তো কখনও ২৬/১১ সন্ত্রাস হামলায় মন্তব্য করে রুষ্ট করেছেন আমজনতাকে। আবার কখনও ‘হিট অ্যান্ড রান কেস’-এর অভিযোগে জেরবার হয়েছন বলিউডের ‘ভাইজান’। এক নজরে দেখে নেওয়া যাক সলমন খানের জীবনের অন্ধকার দিকগুলো।
Most Read Stories