সফল প্রথম সিজন, আরও নতুন মুখ নিয়ে আসছে ‘দময়ন্তী-২’

গত সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ।

সফল প্রথম সিজন, আরও নতুন মুখ নিয়ে আসছে 'দময়ন্তী-২'
দময়ন্তী-সিজন ২ আসছে।
Follow Us:
| Updated on: Feb 19, 2021 | 4:24 PM

গত বছর ঠিক পুজোর সময় ওটিটি ময়দানে নামে মহিলা গোয়েন্দা সিরিজ। ‘দময়ন্তী’। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘সোনাদা’-র পর আবার দর্শক দেখেছিল এক নতুন ইতিহাসের অধ্যাপিকা কাম সত্যান্বেষীকে। ‘দময়ন্তী’র নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তুহিনা দাস।

 

আরও পড়ুন অনুষ্কার সঙ্গে প্রথম আলাপের দিন নিজেকে ভীষণ ‘বোকা’ লেগেছিল: বিরাট

 

ট্রেলার বেরনোর পর উন্মাদনার পারদও বেড়েছিল। প্রেম, যৌনতা, বিশ্বাসঘাতকতা এবং অপরাধ সব মিলে মিশে নজর কেড়েছিল সিরিজ। প্রথম সিজনের সাফল্যের পর তা-ই এবার দ্বিতীয় সিজন আসতে চলেছে ওটিটি পর্দায়। সৌজন্যে ‘হইচই’।

 

 

‘দময়ন্তী-২’—সিরিজের শুটিং শেষ। সূত্রের খবর, দিন কয়েক আগে হয়েছে পোস্টার শুট। তবে স্ট্রিমিংয়ের তারিখ এখনও জানা যায়নি। ‘দময়ন্তী’-র দ্বিতীয় সিজনের অভিনয় তালিকায় বেশ কিছু বদল হয়েছে।

গত সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ। নতুন সিরিজে নেই অমৃতা-চান্দ্রেয়ী। উঠে এসেছে বেশ কিছু নতুন নাম। দ্বিতীয় সিজনে অভিনয় করছেন তুহিনা দাস, সৌম্য বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজনন্দিনী পাল এবং অনিন্দিতা রায়চৌধুরি।

 

 

সিরিজের প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘রোডশো’। অভিনয়ের তালিকায় নতুন নাম থাকলেও পরিচালকজুটির কোনও বদল হয়নি। ‘দময়ন্তী’র দ্বিতীয় সিজনের পরিচালনা করেছেন অরিত্র সেন ও রোহন ঘোষ।

 

 

প্রথম সিজনের ট্রেলারে ‘দময়ন্তী’ বলেছিল  ‘আমি কিন্তু গোয়েন্দা নই। বাই প্রফেশন যেহেতু হিস্ট্রি প্রফেসর। তাই একটু রহস্যের গন্ধ পেলে কৌতূহলী হয়ে পড়ি। দ্যাটস অল।’

এবার ঠিক কোন রহস্যের গন্ধ পাবে ইতিহাসের অধ্যাপিকা? উত্তর দেবে সময়।