মেয়ের জন্মের পর শ্বশুরের কাছে কেন ক্ষমা চেয়েছিলেন শাহিদ কাপুর?
Shahid Kapoor: ২০১৫ সালে সম্বন্ধ করে শাহিদ কাপুরের সঙ্গে বিয়ে হয় মীরা রাজপুতের। বিয়ের ঠিক এক বছরের মধ্যেই জন্ম নেয় তাঁদের মেয়ে মিশা। মিশা জন্ম নেওয়ার পর প্রথম যে কাজটি করেছিলেন শাহিদ, তা হল মীরার বাবা অর্থাৎ শ্বশুরমশাইকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু কেন ?
২০১৫ সালে সম্বন্ধ করে শাহিদ কাপুরের সঙ্গে বিয়ে হয় মীরা রাজপুতের। বিয়ের ঠিক এক বছরের মধ্যেই জন্ম নেয় তাঁদের মেয়ে মিশা। মিশা জন্ম নেওয়ার পর প্রথম যে কাজটি করেছিলেন শাহিদ, তা হল মীরার বাবা অর্থাৎ শ্বশুরমশাইকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু কেন ? অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শাহিদ নিজেই। আজ অর্থাৎ রবিবার বিবাহিত জীবনের ৯ বছর পার করে ফেললেন তাঁরা। আর এই বিশেষ দিনেই আরও একবার ঝালিয়ে নেওয়া যাক শাহিদের ক্ষমা চাওয়ার কারণ। শাহিদের কথায়, “মেয়ে হওয়ার পর হঠাৎ করেই আমার মনে হয়, ভগবান…এ কী হল। এক বছর আগেই আমার বিয়ে হয়েছে। শুধু মনে হতে লাগে বছর ৩০ বাদে এই মেয়েটাকেও তো কাউকে দিয়ে দিতে হবে।” আর সেই কারণেই শ্বশুরমশাইকে ফোন করে একটি বাক্যও বলতে পেরেছিলেন তিনি। শাহিদ বলেন, “বাবা, আমি যদি কোনও ভুল করে থাকি বিয়ের সময়, যদি আপনাদের বিরক্ত করে থাকি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন।” প্রথম সন্তান মেয়ে, সে জন্য নিজেকে ধন্যবাদ মনে করেন শাহিদ কাপুর। মিশার জন্মের বছর দুয়েক পর জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান জেইন। বর্তমানে মিশা ও জেইনকে নিয়ে শাহিদ ও মীরার সুখের সংসার।