এক-দুই নয়, তিন সন্তান ‘দত্তক’ নিলেন শ্রেয়াস! সঙ্গ দিলেন বঙ্গকন্যা বিদিতা

পরিচালক অমিতাভ এর আগে ‘হোটেল পার্ক স্ট্রিট’ এবং ‘ভোর’ নামক শর্টফিল্ম পরিচালনা করেছেন।

এক-দুই নয়, তিন সন্তান 'দত্তক' নিলেন শ্রেয়াস! সঙ্গ দিলেন বঙ্গকন্যা বিদিতা
বিদিতা-শ্রেয়াস।
Follow Us:
| Updated on: May 10, 2021 | 10:29 AM

লেখক-গীতিকার অমিতাভ বর্মা নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ—‘তিন দো পাঁচ’। সিরিজের গল্পে এক নতুন চমক রয়েছে, বিষয়বস্তুর মধ্যে রয়েছে এক মানবিক আবেদন। অভিনয় করছেন শ্রেয়াস তলপড়ে এবং বঙ্গকন্যা বিদিতা বাগ। সিরিজের বিষয় অ্যাডপশন অর্থাৎ দত্তক।

নয়ডার এক সন্তানহীন যুগল। তাঁরা দত্তক নিতে চাইছেন সন্তান। কিন্তু শেষমেশ একজন-দুজন নয়, তিন সন্তানের বাবা-মা হয়ে উঠলেন কাপল।

 

আরও পড়ুন ‘প্রকৃত নায়ক’কে বারবার ধন্যবাদ জানালেন বিরাটপত্নী অনুষ্কা, পোস্ট করলেন মিষ্টি এক লেখা

 

“সিরিজটি বাস্তব জীবনের এক অংশ। এটি আমার স্ত্রী শ্রুতি অনিন্দিতা রচিত ‘পলনা’ নামে একটি গল্প থেকে রূপান্তরিত হয়েছে, ” বলেন পরিচালক। তিনি আরও বলেন, “আমরা সিরিজটিকে যথাসম্ভব বাস্তবিকতার মোড়কে ধরার চেষ্টা করেছি। আমি নিশ্চিত যে বহু মানুষ এর সঙ্গে নিজেদের জীবনের মিল পাবে, ”

 

 

অমিতাভ এর আগে ‘হোটেল পার্ক স্ট্রিট’ এবং ‘ভোর’ নামক শর্টফিল্ম পরিচালনা করেছেন।

শ্রেয়াসের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক বলেন, “দারুই ছিল, শ্রেয়াস সঙ্গে কাজ আমার কাছে একটি স্বপ্ন বাস্তব হওয়া। আমি সবসময় তাঁর ফ্যান। তিনি একজন দারুণ অভিনেতাই নন, দুর্দান্ত মানুষ এবং এখন বন্ধু। তাঁর নম্র স্বভাব অনুকরণীয়। অনেক সময়, আমাদের ১২ ঘন্টারও বেশি সময় ধরে শুটিং করতে হয়েছিল কারণ ২৫ দিনের মধ্যে শুটিং শেষ করতে হত। তিনি কখনও অভিযোগ করেননি। তিনি কস্টিউম এবং মেকআপ নিয়ে সব সময় প্রস্তুত থাকতেন।”

 

 

View this post on Instagram

 

A post shared by Shreyas Talpade (@shreyastalpade27)