ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক জোনাস! বললেন, ‘ওরা তো…’
সেই ২০১৮ সাল থেকে ভারতের সঙ্গে এক আত্মিক যোগ গড়ে উঠেছে নিক জোনাসের। কারণটা অবশ্যই প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে ভালবেসে এক নামও দিয়েছে এ দেশের মানুষ।
সেই ২০১৮ সাল থেকে ভারতের সঙ্গে এক আত্মিক যোগ গড়ে উঠেছে নিক জোনাসের। কারণটা অবশ্যই প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসকে ভালবেসে এক নামও দিয়েছে এ দেশের মানুষ। তাঁকে ডাকা হয় ‘জাতীয় জিজু’ অর্থাৎ জামাইবাবু বলে! কেমন লাগে নিকের ভারতীয়দের এই বিশেষ ডাক? এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। এবার তা নিয়েই সোজাসাপটা নিক। কী বললেন তিনি?
তাঁর কথায়, “একজন ভারতীয় নারীকে আমি বিয়ে করেছি। আর সেই কারণেই ভারতীয়রা আমাকে ভালবাসাস্বরূপ এই নাম দিয়েছে। আমার ভীষণ ভাল লাগে। ওদের এত আবেগ, এত উন্মাদনা, ওরা তো আমাকে ভীষণই ভালবাসে।” বেশ কিছু সময় আগে ভারতে কনসার্ট করতে এসেছিলেন জোনাস ভাইয়েরা। সেখানেও নিককে দেখামাত্র ‘জিজু জিজু’ বোল ওঠে। লজ্জায় লাল হয়ে মুখ ঢাকতে দেখা যায় নিককে। তবে এই আদরের ডাক যে বেশ ভালভাবেই নেন তিনি, তা বারেবারেই বিভিন্ন সাক্ষাৎকারে শেয়ার করেছেন নিক।
কিছু দিন আগেই অম্বানির বিয়েতে হাজির হয়েছিলেন নিক জোনাস। অবশ্যই সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতে দিন দুয়েক কাটিয়ে চলে যান তাঁরা। যদিও সঙ্গে দেখা যায়নি তাঁদের একমাত্র মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে।
দেখুন সেই ভিডিয়ো
View this post on Instagram