করোনা-আক্রান্তদের বাঁচার মন্ত্র শেখালেন সোনু সুদ

করোনা সোনুর চোখ খুলে দিয়েছে। তিনি নিজে যেহেতু আক্রান্ত হয়েছেন, বাঁচার লড়াইটা নিজে আরও ভাল ভাবে বুঝতে পারছেন।

করোনা-আক্রান্তদের বাঁচার মন্ত্র শেখালেন সোনু সুদ
সোনু সুদ
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 1:38 PM

বলি-তারকারা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি এই লিস্টে নাম লিখিয়েছেন সোনু সুদ। তিনি কোভিড পজিটিভ। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি সেই কথা জানিয়েছিলেন। নিজের বাড়িতেই নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন।চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনে চলছেন। ভাল আছেন সোনু।

সোনু এখন শুধু অভিনেতা নন। তিনি একজন সমাজসেবী। নিজের সাধ্যমত মানুষের জন্য নিজেকে উজাড় করে দেন সোনু। তিনি অনেকের কাছেই এখন ‘ত্রাতা মধুসূদন’। তাঁর দান-ধ্যানের কথা এখন সর্বজনবিদিত। আগের বছর যেভাবে তিনি নিজের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়েছিলেন সত্যি তারিফযোগ্য। এ বছর তিনি নিজে করোনায় আক্রান্ত। তবু মানুষকে সাহায্য করার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না তিনি। বাড়িতে থেকেই করোনা-আক্রান্তদের বাঁচার মন্ত্র শেখালেন সোনু সুদ। কী সেই মন্ত্র?

View this post on Instagram

A post shared by Sonu Sood (@sonu_sood)

করোনা সোনুর চোখ খুলে দিয়েছে। তিনি নিজে যেহেতু আক্রান্ত হয়েছেন, বাঁচার লড়াইটা নিজে আরও ভাল ভাবে বুঝতে পারছেন। তিনি বলেছেন, “আপনি কোভিড পজিটিভ হলে কেউ আর আপনাকে দেখবে না। তখন নিজেকেই নিজে দেখতে হবে। আর এটাই কোভিডের সব থেকে বড় ভয়াভহ পরিস্থিতি। কোভিড মানুষকে একা করে দিচ্ছে।” তাহলে বাঁচার উপায় কী? সোনু বাঁচার মন্ত্র শিখিয়েছেন। তিনি বলেছেন, “কোভিড হলে নিজেকেই নিজে বাঁচার প্রেরণা জোগাতে হবে। কিছুতেই ভেঙে পড়লে চলবে না।” এই প্রেরণা পাবেন কী করে? সেই উপায়ও বাতলেছেন সোনু। কী সেই উপায়? তিনি বলেছেন, “বাড়িতে থাকলেও কাজ করে যেতে হবে। এই কাজই সমস্ত টেনশন থেকে মুক্তি দেবে।”

আরও পড়ুন:বাড়ছে করোনা-সংক্রমণ, আপাতত বন্ধ হল অজয় দেবগণ অভিনীত ‘থ্যাঙ্ক গড’-এর শুটিং

সোনু নিজেও একই পন্থা অবলম্বন করছেন। তিনি জানিয়েছেন বাড়িতে থাকলেও আগের থেকে এখন অনেক বেশি কাজ করছেন তিনি। তবে সবটাই ফোনে ফোনে। বাড়িতে থাকার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার অনুরোধ জানিয়েছেন সবাইকে