সৌমিত্রর সচেতনতার মাত্রা চিকিৎসকদের চিন্তার কারণ
হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রর রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন চিকিৎসকরা।
TV9 বাংলা ডিজিটাল: আগের তুলনায় কিছুটা ভাল আছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। গত এক সপ্তাহ ধরে যে পরিস্থিতি ছিল তার থেকে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি (Soumitra Chatterjee covid) হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই তাঁর চারবার ডায়ালিসিস হয়েছে। এখন একদিন অন্তর ডায়ালিসিস করার চেষ্টা করছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার তিনি চোখ খুলেছেন। অভিনেতার কিডনির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু অচেতন অবস্থা এবং রেস্টলেসনেস এখনও চিকিৎসকদের চিন্তার কারণ।
হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রর রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন চিকিৎসকরা। পরিস্থিতি বুঝে আগামী কয়েকদিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক দেওয়াও বন্ধ করে দেওয়া হতে পারে। সঙ্কট অনেকটাই কাটিয়ে এসেছেন অভিনেতা। সচেতনতার মাত্রা কীভাবে বাড়ানো যায়, সেই চেষ্টা চলছে। সৌমিত্রকে ভেন্টিলেশন থেকে বের করে আনা যায় কি না, সে বিষয়েও আলোচনা করছেন চিকিৎসকরা।
সৌমিত্রর বয়স এখেন ৮৫। গত একমাস ধরে তিনি হাসপাতালে ভর্তি। করোনা অক্রান্ত হয়েছিলেন। তবে তা সেরে যায়। কিন্তু কোমর্বিডিটি থাকায় ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টের প্রয়োজন হয়েছে। ইতিমধ্যেই অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে ভুয়ো খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিজনেরা। সৌমিত্রর মেয়ে পৌলমী বসু একাধিকবার ফেসবুকে এ নিয়ে সরব হয়েছেন। অন্যদিকে দেশজুড়ে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অসংখ্য অনুরাগী।