Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিয়ে না করেই…’ মা হলেন শার্লিন চোপড়া, সন্তান কোলে ফ্রেমবন্দি নায়িকা

Sharlyn Chopra: তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। কখনও তাঁর পোশাক নিয়ে বিতর্ক হয়েছে। কখনও আবার তাঁর মন্তব্যকে ঘিরেও নানা বিতর্কের সৃষ্টি হয়। কথা হচ্ছে অভিনেত্রী শার্লিন চোপড়ার। অভিনেত্রীর প্রেম, ব্য়ক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা মাঝে মাঝে শোনা গিয়েছিল।

'বিয়ে না করেই...' মা হলেন শার্লিন চোপড়া, সন্তান কোলে ফ্রেমবন্দি নায়িকা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 3:51 PM

তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। কখনও তাঁর পোশাক নিয়ে বিতর্ক হয়েছে। কখনও আবার তাঁর মন্তব্যকে ঘিরেও নানা বিতর্কের সৃষ্টি হয়। কথা হচ্ছে অভিনেত্রী শার্লিন চোপড়ার। অভিনেত্রীর প্রেম, ব্য়ক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা মাঝে মাঝে শোনা গিয়েছিল। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শার্লিন। মুম্বইয়ের রাস্তায় সদ্যোজাতকে কোলে নিয়ে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। বাচ্চা কোলে শার্লিনকে দেখে রীতিমতো অবাক সবাই। পাপারাজ্জির একাংশ তো নায়িকাকে প্রশ্নই করে ফেলল। এই বাচ্চা কার? শার্লিন যে অবিবাহিত সে কথা সকলের জানা। তাহলে তিনি কী করে মা হলেন, এমন প্রশ্নই আচমকা করে বসলেন পাপারাজ্জির একাংশ।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

এর আগে বলি পাড়ার অনেক নায়িকাই মা হয়েছেন। বিবাহিত, অবিবাহিত নির্বিশেষে। এর সবচেয়ে বড় উদাহরণ হলেন সুস্মিতা সেন। তিনি বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পরে মেয়ে রেনিকে দত্তক নেন। অবিবাহিত সুস্মিতা দুই মেয়ের মা। তাই দর্শকের ক্ষেত্রে এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তাই প্রশ্ন শুনেই শার্লিন সটান উত্তর দিলেন। তিনি বলেন, “কেন বিয়ে না করলে মা হওয়া যায় না? বিবাহিত না হয়েও যে মা হওয়া যায়। এই উত্তর দেব কেন?” তবে শার্লিনের কোলের বাচ্চাটি তাঁর না অন্য কারও সে কথা অবশ্য জানা যায়নি। তা কিন্তু এখনও ধোঁয়াশা।