‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, অবশেষে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা হল ‘স্পাইডার ম্যান ৩’-এর
এই ছবির অন্যতম সেরা চমক অ্যালফ্রেড মোলিনা। সূত্রের খবর, ডক্টর অক্টপাসের চরিত্রে ফের দেখা যেতে চলেছে মোলিনাকে।
‘স্পাইডার ম্যান ৩’ রিলিজ হতে চলেছে, এই সুখবর আগেই প্রকাশ্যে এসেছিল। তবে তখনও সিনেমার নাম নির্দিষ্ট করা হয়নি। এবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল স্পাইডার ম্যান ৩-এর নাম। নতুন ছবির নাম দেওয়া হয়েছে, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বুধবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন টম হল্যান্ড। সেখান থেকেই নতুন ছবির নাম জানা গিয়েছে। চলতি বছর ক্রিসমাসে বড়পর্দায় রিলিজ হবে এই সিনেমা। সূত্রের খবর, আগামী ১৭ ডিসেম্বর রিলিজ হবে এই ছবি।
View this post on Instagram
টম হল্যান্ড ছাড়াও এই সিনেমায় দেখা যাবে জেমি ফক্সকে। তাঁর চরিত্রের নাম ‘ইলেক্ট্রো’। ২০১৪ সালে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ২’ ছবিতেও ছিলেন জেমি। এছাড়াও স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন, বেনেডিক্ট কাম্বারব্যাচ। ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে দেখা যাবে বেনেডিক্টকে। ইনস্টাগ্রামে টম হল্যান্ড যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে ঝলক মিলেছে জেনডায়া এবং জ্যাকব ব্যাটালনের। এই দুই তারকাও থাকছেন ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে।
ছবির নাম ভূমিকায় অর্থাৎ স্পাইডার ম্যানের চরিত্রে থাকছেন টম হল্যান্ড। ছবির পরিচালক জন ওয়াটস। এই ছবির অন্যতম সেরা চমক অ্যালফ্রেড মোলিনা। সূত্রের খবর, ডক্টর অক্টপাসের চরিত্রে ফের দেখা যেতে চলেছে মোলিনাকে। ২০০২ সালে প্রথম রিলিজ হয় ‘স্পাইডারম্যান’। এর সিক্যুয়েল হিসেবে ২০০৪ সালে মুক্তি পায় ‘স্পাইডারম্যান-২’। সেই ছবিতে ডক্টর অক্টোপাসের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যালফ্রেড মোলিনা। ব্যাপক জনপ্রিয় হয়েছিল তাঁর চরিত্র অট্টো অক্টাভিয়াস।
উল্লেখ্য, ২০১৭ সালে রিলিজ হয়েছিল ‘স্পাইডারম্যান হোমকামিং’। এর দু’বছর পর রিলিজ হয় ‘স্পাইডারম্যান ফার ফ্রম হোম’। সূত্রের খবর, ২০১৯-এর এই ছবিরই সিক্যুয়েল হিসেবে ফিরতে চলেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ বা স্পাইডার ম্যান ৩।