‘বাপ কি বেটি…’, নীলাঞ্জনের সঙ্গে কার ভিডিয়ো শেয়ার করলেন ইমন?
২০১৯-এর সেপ্টেম্বরে আলাপ। ২০২১-এর জানুয়ারিতে বিয়ে। মাঝের এই সময়টা খুব বেশি বদল হয়নি তাঁদের। বরং একসঙ্গে অনেক নতুন কাজ শুরু করেছেন। একা একা সেই কাজ হত না বলে দাবি করেছেন দু’জনেই।
সুরকার নীলাঞ্জন ঘোষকে সদ্য বিয়ে করেছেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বিয়ের অনুষ্ঠান সেরেই ফের কাজে ফিরেছেন দু’জনে। ব্যস্ততার মধ্যেই আদরের পোষ্যকে নিয়ে বিভিন্ন ছবি বা ভিডিয়ো শেয়ার করেন ইমন। এবার নীলাঞ্জনের পালা।
ইমন পোষ্যের সঙ্গে নীলাঞ্জনের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাপ কি বেটি…’। অর্থাৎ ইমনের মতোই নীলাঞ্জনও পোষ্য প্রেমী। ইমনের পোষ্য প্রেম শুধুই ব্যক্তি পরিসরে আবদ্ধ, এমন নয়। বরং রাস্তার পশুদের সেবাতেও তিনি এগিয়ে যান।
View this post on Instagram
২০১৯-এর সেপ্টেম্বরে আলাপ। ২০২১-এর জানুয়ারিতে বিয়ে। মাঝের এই সময়টা খুব বেশি বদল হয়নি তাঁদের। বরং একসঙ্গে অনেক নতুন কাজ শুরু করেছেন। একা একা সেই কাজ হত না বলে দাবি করেছেন দু’জনেই।
আপাতত বসন্ত উৎসব নিয়ে ব্যস্ত ইমন। গত কয়েক বছর ধরে লিলুয়ায় দোলকে ঘিরে এই আয়োজন করেন তিনি। বহু শিল্পী অনুষ্ঠান করেন ইমনের আমন্ত্রণে। এ বারও তার ব্যতিক্রম হবে না। আগামী ২৭ ফেব্রুয়ারি চলতি বছরের বসন্ত উৎসবের আয়োজন করেছেন তিনি। আর এই কাজেও তাঁর সঙ্গী নীলাঞ্জন।
আরও পড়ুন, একমাত্র বিজেপির সঙ্গেই আমার বিশ্বাস মিলেছে: পায়েল সরকার