বলিউডে ডেবিউ ক্যাটরিনার বোনের, প্রকাশ্যে ছবির ট্রেলার

ট্রেলারে দেখা যাচ্ছে, ছবিতে ইসাবেলের চরিত্রটি আদপে এক স্বনামধন্য নৃত্যশিল্পীর। উইলিয়াম বলে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তাঁর। শুধু জীবনসঙ্গীই নন, উইলিয়ান তাঁর ডান্স ফ্লোরের সঙ্গীও বটে। ছবিতে হঠাৎই এক দুর্ঘটনার মুখোমুখি হয় ইসাবেলের চরিত্রটি।

বলিউডে ডেবিউ ক্যাটরিনার বোনের, প্রকাশ্যে ছবির ট্রেলার
ইসাবেলে এবং সূরজ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2021 | 6:52 PM

বলিউডে ডেবিউ করলেন অভিনেতা ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলে কাইফ। বিপরীতে থাকছেন প্রযোজক আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলি। ছবির নাম ‘টাইম টু ডান্স’। মুক্তি পেল সেই ছবির ট্রেলার। এক নাচের প্রতিযোগিতাকে কেন্দ্র করেই ছবিটি।

ট্রেলারে দেখা যাচ্ছে, ছবিতে ইসাবেলের চরিত্রটি আদপে এক স্বনামধন্য নৃত্যশিল্পীর। উইলিয়াম বলে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তাঁর। শুধু জীবনসঙ্গীই নন, উইলিয়ান তাঁর ডান্স ফ্লোরের সঙ্গীও বটে। ছবিতে হঠাৎই এক দুর্ঘটনার মুখোমুখি হয় ইসাবেলের চরিত্রটি। অথচ সেই সময়েই এক আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় উইলিয়ামের সঙ্গে জুটি বেঁধে অংশ নেওয়ার কথা তাঁর। উইলিয়াম তাঁর পাশে না থেকে তাঁকে ছেড়ে দেন। হাল ধরেন সূরজ। তারপর কী হয় তা নিয়েই ছবিটি।

ইসাবেলে-সূরজ ছাড়াও ছবিতে রয়েছেন রাজপাল যাদব। আগামী ১২ মার্চ মুক্তি পাবে ছবিটি। বলিউডে এই প্রথম পা রাখলেন ইসাবেলে। অন্যদিকে সূরজের এটি দ্বিতীয় ছবি। এর আগে  ‘স্যাটেলাইট শঙ্কর’ ছবির মধ্য দিয়ে ২০১৯ সালে বলিডেবিউ করেছিলেন সূরজ। জিয়া খান রহস্য মৃত্যুতে নাম জড়ানোয় কেরিয়ার বিপাকে পড়েছিল সূরজের। প্রথম ছবিও হিট হয়নি। ইসাবেলে এবং সূরজের এই  নতুন জুটির কেমিস্ট্রি কতটা জমতে চলেছে এখন  তা দেখতেই মুখিয়ে দর্শকেরা।

View this post on Instagram

A post shared by Isabelle Kaif (@isakaif)