শ্রীদেবীকে বিয়ের প্রশ্নে এই কারণে মাকে মুখের উপর না করেছিলেন কমল হাসান
শ্রীদেবীর সঙ্গে নাম জুড়েছিল অনিল কাপুরের। বলিউড গুঞ্জনে ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাকি গোপনে বিয়েও সেরেছিলেন তিনি। কিন্তু শ্রীদেবী তাঁর মনের মানুষ হিসেবে বাছলেন বলিউড প্রযোজক বনি কাপুরকে।

শ্রীদেবীর সঙ্গে নাম জুড়েছিল অনিল কাপুরের। বলিউড গুঞ্জনে ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাকি গোপনে বিয়েও সেরেছিলেন তিনি। কিন্তু শ্রীদেবী তাঁর মনের মানুষ হিসেবে বাছলেন বলিউড প্রযোজক বনি কাপুরকে। তবে বনি কাপুরেরও অনেক আগে শ্রীদেবীকে বিয়ে করার প্রস্তাব পেয়েছিলেন কমল হাসান! কিন্তু এক বিশেষ কারণ, এই বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন কমল।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শ্রীদেবীর পরিবারের সঙ্গে প্রথম থেকেই কমল হাসানের পরিবারের দারুণ সম্পর্ক। নিয়মিত দুই পরিবার দেখাও করতেন, নানা অনুষ্ঠানে মিলিতও হতেন। তাই খুব অল্প বয়স থেকেই শ্রীদেবী ও কমল হাসানের মধ্যে বন্ধুত্ব জমে উঠেছিল।
শ্রীদেবী তখন বলিউডের এক নম্বর নায়িকা। তাঁর সঙ্গে একের পর এক নায়কের প্রেম গুঞ্জন। সেই সময় শ্রীদেবীকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় পড়েছিলেন, অভিনেত্রীর মা। সেই দুশ্চিন্তার কথা কমল হাসানকেও জানিয়ে ছিলেন তিনি। আর তারপরই আচমকা একদিন কমল হাসানকে শ্রীদেবীর মা বলেন, তুমি আর শ্রী তো দারুণ বন্ধু। তোমরা দুজনে বিয়ে করে নাও! এক সাক্ষাৎকারে কমল বলেছিলেন সবটা।
কমল হাসান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রীদেবীর মায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাকই হয়েছিলাম প্রথমে। তারপর আন্টিকে বলি, শ্রীদেবী আমাদের পরিবারেরই অংশ। ওকে বোনের চোখেই দেখি। তাই এটা সম্ভব নয়।
জানা যায়, শ্রীদেবী যতদিন বেঁচেছিলেন ততদিন কমল হাসানকে স্য়ার বলে ডাকতেন। দাদার মতো সম্মান করতেন কমলকে।





