Tejran: প্রকাশ্যে চুম্বন, ফুল তুলেদিলেন তেজস্বীর হাতে, ভাইরাল করণের কাণ্ড
Viral Video: তেজস্বী ও করণের জুটির চাহিদা এখন টেলিদুনিয়ায় তুঙ্গে। নয়া নাগিনের প্রেমকাহিনি রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল নেট দুনিয়ার পাতায়।
বি-টাউনের টেলি দুনিয়ায় এখন লাভবার্ড মানেই তেজস্বী-করণ জুটি। শুটিং সেট থেকে শুরু করে শহরের রাস্তা, সর্বত্রই দেখা মেলে এই জুটির। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তাঁদের এক একটি পোজ়। এখন সিনেদুনিয়া কাঁপাচ্ছেন তেজস্বী-করণ। জনপ্রিয় জুটিদের মধ্যে সেরার সেরা। যার ফলে পাপরাজিৎ-দের লক্ষ্যেও তাঁরা সর্বদাই থেকে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। এক বড় স্বপ্নপূরণ হতেই তা সিনে দুনিয়ায় ফাঁস। প্রেম গড়িয়ে এবার কি তবে বিয়ের পালা! সদ্য তিনি নিজের জীবনের অন্যতম স্বপ্ন একটি বাড়ি করে ফেললেন। কিনলেন একটি ফ্ল্যাট, যার মূল্য ১৪ কোটি টাকা। বান্দ্রাতে এই ফ্ল্যাট কেনার খবর চাপা থাকেনি। ১২ তলায় অবস্থিত তাঁর ফ্ল্যাটের চাবি এখনও আসেনি হাতে। সবে মাত্র কাজগপত্রের কাজ শেষ হয়েছে।
View this post on Instagram
তেজস্বী ও করণের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ নিয়ে খুব একটা প্রশ্ন আর ভক্তমনে নেই। কারণ প্রকাশ্যেই তেজস্বীকে সকলে ‘ভাবি’ বা ‘বৌদি’ বলে ডেকে থাকেন। তেজস্বীরও তা নিয়ে খুব একটা আপত্তি নেই। প্রাক্তন প্রেমিকাকে ভুলে এখন করণ মজেছেন তেজস্বীর প্রেমে। সম্প্রতি ভাইরাল হল তাঁদের আরও একটি ভিডিয়ো। প্রকাশ্যেই ফুল দিলেন তেজস্বীকে, বর্ষায় পান করলেন চান, সঙ্গে প্রকাশ্যেই চুম্বন। বিগ বসের ঘর থেকে শুরু হয় রোম্যান্স। ধীরে ধীরে সম্পর্কের জল গড়াতে থাকে। কিছু দিনের মধ্যেই প্রকাশ্যে তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেয়। ভক্তরা এই জুটিকে ভালবেসে ‘তেজরান’ বলেই ডাকে। তবে এই জুটি কি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে!
View this post on Instagram
তেজস্বী ও করণের জুটির চাহিদা এখন টেলিদুনিয়ায় তুঙ্গে। নয়া নাগিনের প্রেমকাহিনি রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিল নেট দুনিয়ার পাতায়। কখনও সেটে বাইকে করে রোম্যান্স, কখনও আবার পেটপুজো। তেজরানের নানা কাণ্ড-কীর্তি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে খুব একটা সময় লাগে না। তেজরান সর্বদাই সকলের মন জয় করতে এক গাল হাসি নিয়েই থাকতে পছন্দ করেন। তবে কবে বাজবে বিয়ের সানাই, সেই প্রশ্নই এখন ভক্তদের মনে।