Rooqma Ray: ‘অপমানের পরেও ২০ মিনিট অপেক্ষা করি, কিন্তু…’, খানাকুলে ‘হেনস্থা’ নিয়ে মুখ খুললেন রুকমা

Rooqma Ray: অবশেষে মুখ খুললেন রুকমা। জানালেন তাঁর অভিযোগও। টিভিনাইন বাংলাকে নায়িকা যা বললেন তা এই প্রতিবেদনে তুলে ধরা হল তাঁর বয়ানে...

Rooqma Ray: 'অপমানের পরেও ২০ মিনিট অপেক্ষা করি, কিন্তু...', খানাকুলে 'হেনস্থা' নিয়ে মুখ খুললেন রুকমা
মুখ খুললেন রুকমা
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2023 | 12:33 PM

খানাকুলে শো করতে গিয়ে অপমানিত হতে হয়েছে রুকমা রায়কে। ভক্তদের সঙ্গে ‘সেলফি তোলার অপরাধে’ তাঁকে হতে হয়েছে অসম্মানিত। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে এক ব্যক্তি রুকমাকে মঞ্চ থেকে রীতিমতো নেমে যেতে বলেন। অভিনেত্রীর দাবি, কুড়ি মিনিট ব্যাকস্টেজে অপেক্ষা করার পরে কার্যত বাধ্য হয়েই অনুষ্ঠান-আসর ছেড়ে চলে আসেন। রুকমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছন। সে কারণেই তাঁর উপর ওই ব্যক্তির রাগের এ হেন বহিঃপ্রকাশ। এই নিয়ে গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই চলছে মত-পাল্টা মত। অবশেষে মুখ খুললেন রুকমা। জানালেন তাঁর অভিযোগও। টিভিনাইন বাংলাকে নায়িকা যা বললেন তা এই প্রতিবেদনে তুলে ধরা হল তাঁর বয়ানে…

রুকমাঃ “আমি খানাকুলে একটি শো করতে যাই। আমাকে ১১টার মধ্যে যেতে বলা হয়। ১১টায় আমি পৌঁছতে পারিনি। আমার যেতে আধ ঘণ্টা দেরি হয়। জায়গাটা অনেকটা দূর। তাই একটু সময় বেশি লাগে। যেখান অনুষ্ঠানটি হচ্ছিল তার প্রায় এক কিলোমিটার আগে আমাদের গাড়ি দাঁড় করিয়ে বলা হয়, ‘আর গাড়ি যাবে না’। অনেক অলিগলি। আমাদের হেঁটে যেতে বলা হয়। অত লোকের মধ্যে হেঁটে ঢোকা আমার পক্ষে খুব একটা নিরাপদ ছিল না বলেই আমি মনে করি। আমরা ওঁদের বলি, ছোট গাড়ি নিদেনপক্ষে একটা টোটোরও যদি ব্যবস্থা করা হয়, খুব ভাল হয়। কারণ যেখানে অনুষ্ঠান হচ্ছিল গাড়ি থেকে নেমে মঞ্চ তো দূর, আলোকসজ্জাও চোখে পড়েনি। কত দূর, কতটা হাঁটতে হবে, এই সব না বুঝে কী করে হাঁটা শুরু করব? যিনি অপমান করেছেন, এরপর তিনিই তাঁর বাইকটি নিয়ে এসে আমাকে তাঁর বাইকে উঠে অনুষ্ঠানের জায়গায় যেতে বলেন। আমি তাঁকে চিনি না ব্যক্তিগত ভাবে। তাই সেই প্রস্তাবে আমি রাজি হইনি। যাই হোক, অনুষ্ঠান আসরে যাই। শুরু হয়। দর্শকরাও বেশ উপভোগ করছিলেন।

আমার কাছে সেলফিরও অনুরোধও আসতে থাকে। অনেক বার অনুরোধের পর আমি ভিড়ের মধ্যে একজনের ফোন থেকে সেলফি তুলে সকলের সঙ্গে। এবং বলেও দিই ‘একজনের ফোনেও কিন্তু তুলব সেলফি’। এর পরেই ওই ব্যক্তি আমার উপর চড়াও হন। আমাকে রীতিমতো মঞ্চে মাইক ধরে অপমান করতে থাকেন। যেই স্টেজ থেকে সরাসরি নেমে যেতে বলেন, আমি আর মঞ্চে থাকিনি। নেমে যাই। না, আমি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে আসিনি। যারা আমায় ভালবাসেন, তাঁদের কথা ভেবেই আমি ব্যাকস্টেজে প্রায় কুড়ি মিনিট বসে থাকি। আমি বাকিদের বলি যিনি আমাকে এভাবে অপমান করেছেন তাঁকে আমাকে একবার এসে ক্ষমা চাইতে হবে। এই দাবি করা নিশ্চয়ই অপরাধ নয়? উনি ক্ষমা চাননি। বরং বলতে থাকেন, “সরি কিছুতেই বলব না। গেলে চলে যাক। আমার সিঙ্গার আছে। তাঁকে দিয়ে গাইয়ে নেব”।  বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি ও আমার টিম অবশেষে ওখান থেকে বেরিয়ে যাই। যা বলা হচ্ছে, আমি দু ‘ঘণ্টা দেরি করে এসেছি, তা সত্য নয়। বরং আমি যেভাবে অপমানিত হয়েছি ওইদিন তা প্রকাশ করার মতো ভাষা আমার নেই।”

ঘটনায় ক্ষুব্ধ অনুরাগীরা। তাঁদের একটাই প্রশ্ন, “ডেকে নিয়ে গিয়ে এভাবে অপমান কি আদপে অভিনেত্রীর প্রাপ্য?” সামাজিক মাধ্যমে তাঁরা উগরে দিয়েছেন ক্ষোভ। আর ভিডিয়োটিও এই মুহূর্তে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের আনাচে-কানাচে।