Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ali Asgar: বাবা মহিলার চরিত্রে অভিনয় করেন, স্কুলে চরম হেনস্থার শিকার কৌতুক অভিনেতার সন্তান

Ali Asgar: জনপ্রিয়তার মাশুল যে ছেলেমেয়েদের দিতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি আলি আসগর।

Ali Asgar: বাবা মহিলার চরিত্রে অভিনয় করেন, স্কুলে চরম হেনস্থার শিকার কৌতুক অভিনেতার সন্তান
পারেননি আলি আসগর।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 2:26 PM

অন্যকে হাসান তিনি। তবে আজ তাঁর চোখেই জল। বিভিন্ন রিয়ালিটি শো-য়ে তিনি অভিনয় করেছেন মহিলা চরিত্রে। আর সে কারণেই নাকি তাঁর সন্তানদের অপদস্থ হতে হয়েছে প্রতি পদে পদে। কথা হচ্ছে কমেডিয়ান আলি আসগরের। কপিল শর্মার কমেডি শো’তে তাঁকে দেখা গিয়েছিল ‘দাদি’র চরিত্রে। বয়স্কা মহিলার হাবভাব, কথা বলার ধরন এতটাই নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি যে দর্শকের কাছেও তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয়। কিন্তু সেই জনপ্রিয়তার মাশুল যে ছেলেমেয়েদের দিতে হবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি আলি আসগর।

এক নাচের রিয়ালিটি শো’য়ে অংশ নেন আলি। সেখানেই এক ভিডিয়ো ক্লিপে তাঁর মেয়েকে বলতে শোনা যায়, “আমাদের স্কুকের বন্ধুরা আমাদের নিয়ে মজা করত। বলত তোদের তো দুটো মা। গায়ে ট্যাটু এঁকে দিয়ে বলত, ওই দেখে দাদির মেয়ে যাচ্ছে। বাসন্তী যাচ্ছে।” কমেডি নাইটস উইদ কপিলে দাদির চরিত্রে অভিনয় করতেন কপিল, নানি হতেন ‘দ্য কপিল শর্মা শো’-এ আর তাঁকে বাসন্তীর চরিত্রে দেখা যেত ‘কমেডি সার্কাস’-এ। তবে বাবার কারণে কোনওদিন অপমানিত বোধ করেননি আলির ছেলে-মেয়ে। বরং গর্ব অনুভব করেছেন প্রতিনিয়ত। তাঁর মেয়ে যোগ করেন, “অন্যকে হাসানোর জন্য আমার বাবা নিজেকে নিয়ে মজা করেছে। সবাই কি তা পারে? আমরা তোমায় ভালবাসি বাবা”। মেয়ের ওই আবেগঘন কথা শুনে চোখের জন ধরে রাখতে পারেননি আলি। কেঁদে ফেলেন তিনি। ছেলে-মেয়ে যে এত কিছু সহ্য করেছে তা যে তিনি জানতেনই না।

লাগাতার মহিলার চরিত্রে অভিনয় করা নিয়ে মুখ খুলেছিলেন আলি। এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “কমেডিয়ানের চরিত্রে অভিনয়ের কারণে এমন হয়ে গিয়েছে যে মানুষ আমাকে আর অন্য কোনও চরিত্রে ভাবতেই পারে না। তাঁরা ভাবতে থাকে আমি কি আদপে সেই চরিত্রে অভিনয় করতে পারব”। যে রিয়ালিটি শো-এ আলি অংশ নিয়েছেন সেখানে রয়েছেন আরও বেশ কিছু নামজাদা প্রতিযোগী। সেলেবদের নিয়ে গঠিত ওই নাচের শো-য়ে আলি ছাড়াও রয়েছে রুবিনা দিলায়েক, নিয়া শর্মা, শিল্পা শিন্ডে, নীতি টেলর সহ অনেকেই।

View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)